spot_img

কক্সবাজারে জলদস্যুদের হাতে কার্গোসহ ৭ জন অপহরণ

অবশ্যই পরুন

কক্সবাজার থেকে সাগর পথে নারায়ণগঞ্জ যাওয়ার পথে একটি লবণবোঝাই কার্গোসহ ৭ জন মাঝিকে অপহরণ করেছে জলদস্যুরা। অপহরণ করে মোটা অঙ্কের চাঁদার দাবিতে জলদস্যুরা সেই কার্গোর মাঝি-মাল্লাদের জিম্মি করে রেখেছে বলে জানা গেছে।

শুক্রবার ( ১ জানুয়ারি) বিকেলে সাড়ে ৭ হাজার মণ লবণ নিয়ে কক্সবাজারের ইসলামপুর থেকে নারায়ণগঞ্জে যাওয়ার পথে এমভি জয়নাল নামের কার্গোতে এমন ঘটনা ঘটে। এ সময় চাঁদার দাবিতে কার্গোর মাঝিসহ ৭ জনকে জিম্মি করে জলদস্যুরা।

কার্গোর মাঝি আব্দুর রহিম জানান, জলদস্যু দলটি তাদেরকে জেলার বদরখালীর ১ নম্বর ব্লকের গোদার গুনা এলাকায় জিম্মি করে রেখেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়। জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের মোহাম্মদ জোবায়ের বলেন, ‘আমরা এ ব্যাপারে এখনও কোনও লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

সর্বশেষ সংবাদ

ফিলিস্তিনের প্রথম রাষ্ট্রদূত অনুমোদন করল আয়ারল্যান্ড

সকল প্রক্রিয়া শেষে প্রথমবারের মতো ফিলিস্তিনি রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে আয়ারল্যান্ড। কয়েক মাস আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল দেশটি। বুধবার (৭ অক্টোবর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ