spot_img

লকডাউনে মেয়ের প্রেমিককে মেনে নিয়েছেন ওবামা

অবশ্যই পরুন

ররি ফার্কুহার্সনের সঙ্গে মালিয়া ওবামার ছবি প্রকাশিত হতেই আলোচনা উঠেছিলো তবে কী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার বড় মেয়ের প্রেমের সম্পর্ক মেনে নিয়েছেন? যদিও নিজের মেয়ের ব্যাপারে সব পিতাই কিছুটা রক্ষণশীল মনোভাব রাখেন কিন্তু তারপরেও ওবামা পরিবারের কাছের সূত্র থেকে জানা গেছে, সময়ের সাথে সাথে মেয়ের ভালোবাসাকেও মেনে নিয়েছেন ওবামা।

মার্কিন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, শিকাগোতে স্কুল শেষে মালিয়া সিডওয়েল ফ্রেন্ডজ স্কুলে ভর্তি হন যেখানে বেশীরভাগ মার্কিন প্রেসিডেন্টের সন্তানরা পড়াশুনা করে থাকে। অন্যদিকে ফার্কুহার্সন ইংল্যান্ডের ব্যায়বহুল রাগবি স্কুলে ছিলেন। পরবর্তীতে তারা যখন হার্ভার্ড ল স্কুলে একসাথে পড়াশুনা শুরু করেন তখনই একে অন্যের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন। তাদের দুজনকে প্রথম একসাথে ২০১৭ সালে একটি খেলা চলাকালে দেখা যায়।

ওবামা জানিয়েছেন, ২২ বছর বয়সী ফার্কুহার্সন নর্দার্ন আয়ারল্যান্ড’জ সেন্টার ফর ডেমোক্রেসি ইন পিস বিষয়ে ইন্টার্ন করার পর ২০২০ সালে কর্মজীবনে প্রবেশ করেন। কিন্তু লকডাউনে অনিশ্চিত সময় তাকে ওয়াশিংটনের বাড়িতে থেকে যেতে বাধ্য করে।

ওবামার পরিবারের সঙ্গে থাকতে পারা মোটেও সহজ কোনো ব্যাপার নয় কিন্তু এটাও মাথায় রাখতে হবে ফার্কুহার্সন অত্যন্ত অভিজাত এক পরিবারের সন্তান হওয়ায় এটা তার জন্য তেমন কোনো ঘটনা ছিলনা। তার পিতা চার্লস এই মাসের আগ পর্যন্ত ইনসাইট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী ছিলেন এবং তার মা একজন ক্যাথরিন একজন হিসাব্ক্ষরক। তারা মূলত সাফক কাউন্টি নিবাসী হলেও লন্ডনে তাদের বর্ধিত সম্পত্তি রয়েছে। এছাড়াও ফার্কুহার্সনের এক চাচাতো ভাই অ্যান্ড্রু ব্রিটিশ রাজ পরিবারের রানী এলিজাবেথ এবং প্রিন্স চার্লসের সঙ্গে এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন।

মালিয়া ও ফার্কুহার্সনের ভাইরাল হওয়া প্রথম ছবিতে দেখা যায় ফার্কুহার্সন হাতে সিগারেট ধরে রেখেছেন। কিন্তু চলতি বছরের ডিসেম্বরেই মালিয়া তার পিতা ওবামাকে ধূমপান ত্যাগ করতে অনুরোধ করেন। ওবামার নিজেরও ধারণা ছিল ফার্কুহার্সন মালিয়ার ওপর খারাপ প্রভাব ফেলছেন। 

ওবামা নিজেও স্বীকার করেছেন, শুরুতে ফার্কুহার্সনকে মোটেও পছন্দ করতেন না তিনি। কিন্তু পরবর্তীতে তারা একসাথে কার্ড খেলেছেন এবং তিনি ফার্কুহার্সনকে শিখিয়েছেন কীভাবে অপ্রয়োজনীয় কথা এড়িয়ে যাওয়া যায়।

তরুণ ফার্কুহার্সনকে এখন ওবামার এতটাই মনে ধরেছে যে তাকে নিজ সন্তানের মতোই দেখতে শুরু করেছেন তিনি। তাদের মধ্যে সম্পর্ক এতটাই চমৎকার যে বিল সিমন্সের অনুষ্ঠানে ওবামা ফার্কুহার্সনকে নিয়ে দুষ্টুমি করে বলেন, ফার্কুহার্সন এতটাই খেতে পছন্দ করেন যে তিনি বাড়িতে থাকাকালীন সময়ে ওবামা পরিবারের খরচা ৩০ শতাংশ বেড়ে গিয়েছিল!

ওবামা পিপল ম্যাগাজিনকে জানিয়েছেন তিনি এবং তার স্ত্রী মিশেল সবসময় তাদের কন্যাদেরকে শিক্ষা দিয়েছেন তাদের প্রেমিক বা জীবনসঙ্গীদের থেকে কী আশা করা উচিৎ। সে শিক্ষা মেনেই মালিয়া তার জীবনসঙ্গী বেছে নিতে পেরেছেন কীনা তা হয়তো সময়ই বলতে পারবে।

সর্বশেষ সংবাদ

আগামীতে চিকিৎসা ক্ষেত্রে যেন কোনো রাজনীতি না হয়: ক্রীড়া উপদেষ্টা

রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদেরও পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার (২৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ