ভারতীয় গণমাধ্যমকে চীনের ‘হুঁশিয়ারি’

অবশ্যই পরুন

তিব্বত ইস্যু নিয়ে কিছু ভারতীয় গণমাধ্যম অত্যন্ত সংবেদনশীল অবস্থান নিয়েছে বলে দাবি করেছে চীন। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে এক প্রকার হুঁশিয়ারি দিয়ে চীন জানিয়েছে, তিব্বত সম্পর্কিত যাবতীয় বিষয়ে নিরপেক্ষ এবং স্বচ্ছ অবস্থান নেওয়া উচিত।

সম্প্রতি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তী দালাই লামা নির্বাচন করতে চীন বা অন্য কোনো দেশের অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই তিব্বতীদের, এমন একটি বিলে সই করেছেন। এরপর চীনের দাবি, ভারতীয় সংবাদমাধ্যম এই মার্কিন আইন সমর্থন করেছে। সেইসঙ্গে তিব্বতে ভারতীয় হস্তক্ষেপ করছে।

এ নিয়েই কঠোর বিবৃতি দিয়েছে দিল্লির চীনা দূতাবাস।

দূতাবাস মুখপাত্র জি রং বলেছেন, তাদের আশা, কয়েকটি অন্তত ভারতীয় সংবাদমাধ্যম চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ অবস্থান নেবে।

রং আরো বলেছেন, জিয়াংয়ের (তিব্বতকে চীনারা জিয়াং বলেন) মতো অত্যন্ত সংবেদনশীল বিষয় নিয়ে খবর করতে গিয়ে জিয়াংয়ের আর্থিক ও সামাজিক উন্নয়ন নিরপেক্ষভাবে খতিয়ে দেখবে; যাতে ভারত-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি হয়। চীনের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলিয়ে তিব্বত কার্ড খেললে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো ক্ষতিগ্রস্ত হবে।

এছাড়া জি রং বলেন, ভারত ও চীনের মধ্যে ২০০৩-এ যে ডিক্লারেশন অন প্রিন্সিপলস ফর রিলেশনস অ্যান্ড কমপ্রিহেনসিভ কোঅপারেশন স্বাক্ষরিত হয়, তাতে দিল্লি তিব্বত স্বয়ংশাসিত অঞ্চলকে চীনা এলাকা বলে স্বীকৃতি দিয়েছে।

সর্বশেষ সংবাদ

জিম্বাবুয়ের কাছে বিশাল ব্যবধানে হার পাকিস্তানের

অস্ট্রেলিয়াকে তাদেরই ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হারিয়ে এসে এবার জিম্বাবুয়ের কাছে হেরে গেল পাকিস্তান। আজ রোববার (২৪ নভেম্বর) বুলাওয়েতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ