রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ২০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।
শুক্রবার (১ জানুয়ারি) দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে আক্কাস হালদারের জালে ধরা পড়া কাতল মাছটি পরবর্তীতে ৩৪ হাজার ৮৫০ টাকায় বিক্রি করা হয়।
জেলে আক্কাস হালদার বলেন, মধ্যরাতে পদ্মায় মাছ শিকারে যাই। ভোরের দিকে জালে জোরে একটা ধাক্কা দিলে বুঝতে পারি বড় কোনও মাছ ধরা পড়েছে। পরে জাল তুলতেই দেখি বিশাল একটি কাতল মাছ।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, সকালে দৌলতিয়ার নাইট্যা মোল্লার আড়ত থেকে ১৬০০ টাকা কেজি মুল্যে ৩২ হাজার ৮০০ টাকা দিয়ে কাতল মাছটি কিনি। কিছু সময় পর ৩৪ হাজার ৮৫০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করি।
জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, পদ্মায় পানি কমে যাওয়ায় প্রায়ই জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে।