এবার ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বৃহস্পতিবার ( ৩১ ডিসেম্বর) এই অনুমোদনের ফলে বিশ্বের সব দেশের জন্য টিকার আমদানি ও বিতরণের দ্রুত অনুমোদনের পথ প্রশস্ত হয়েছে। গত ৮ ডিসেম্বর ব্রিটেন প্রথম ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন দেয়। এরপর অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা মারিয়েঞ্জালা সিমাও বলেছেন,‘কোভিড-১৯ এর টিকা বৈশ্বিক প্রাপ্তির নিশ্চিত করতে এটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। তবে আমি সর্বত্র অগ্রাধিকারমূলক জনগোষ্ঠীর চাহিদা মেটাতে পর্যাপ্ত টিকা সরবরাহের জন্য বিশ্বব্যাপী আরও বৃহত্তর প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দিতে চাই।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তাদের এই জরুরি তালিকাভুক্তির ফলে বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থাগুলোর পক্ষে টিকার অনুমোদন ও বিতরণের পথ তৈরি হল। এছাড়া যেসব দেশে টিকা প্রয়োজন সেসব দেশে বিতরণের কাজটি এখন সহজেই করতে পারবে ইউনিসেফ ও প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন।