spot_img

বিশ্বজুড়ে করোনায় ২৪ ঘণ্টায় ১৩ হাজার মানুষের মৃত্যু

অবশ্যই পরুন

বিশ্বজুড়ে ১৮ লাখ ২৫ হাজারের মতো প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ১৩ হাজারের বেশি মানুষ।

নতুনভাবে সোয়া ৭ লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হলো কোভিড নাইনটিন। সবমিলিয়ে মোট সংক্রমিত ৮ কোটি ৩৭ লাখের বেশি।

এছাড়া বছরের শেষ দিনও, যুক্তরাষ্ট্রে কোভিডে মৃত্যুবরণ করেন ৩ হাজারের ওপর। দেশটিতে মোট প্রাণহানি তিন লাখ ৫৪ হাজারের কাছাকাছি। দিনের দ্বিতীয় সর্বোচ্চ হাজার ৫২ জনের মৃত্যু দেখে মেক্সিকো; করোনায় দেশটিতে মারা গেছেন সোয়া লাখের মতো মানুষ।

বৃহস্পতিবার হাজারের বেশি মানুষ মারা গেছেন ব্রাজিলেও। দু’লাখের দোড়গোড়ায় লাতিন দেশটিতে মোট প্রাণহানি। ব্রিটেনেও ছিলো হাজার ছুঁইছুঁই দৈনিক মৃত্যুসংখ্যা।

এছাড়া দিনে ছশ’র বেশি মৃত্যু রেকর্ড করেছে জার্মানি। পাঁচ শতাধিক মানুষ মারা গেছেন ইতালি-রাশিয়া-পোল্যান্ডে।

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহু-গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাকে ফিলিস্তিনিদের স্বাগত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনিরা। এবার তা দ্রুত...

এই বিভাগের অন্যান্য সংবাদ