Home বর্হিবিশ্ব ভেঙে ১০০ টুকরা হলো রুশ স্যাটেলাইট!

ভেঙে ১০০ টুকরা হলো রুশ স্যাটেলাইট!

ভেঙে ১০০ টুকরা হলো রুশ স্যাটেলাইট!

মহাকাশে পাঠানো একটি রুশ স্যাটেলাইট ভেঙে গেছে। বৃহস্পতিবার (২৭ জুন) মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, এটি ভেঙে শতাধিক টুকরো হয়ে গেছে। তবে এটি পৃথিবীর জন্য কোনো হুমকি তৈরি করবে না বলেই মনে করা হচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কাছেই কক্ষপথে ঘটে এই ঘটনা। ফলে মহাকাশ স্টেশনের বোর্ডে থাকা মহাকাশচারীরা নিজেদের মহাকাশযানে আশ্রয় নিতে বাধ্য হন। প্রায় ঘণ্টাখানেক তাদের সেখানে অবস্থান করতে হয়েছে।

রয়টার্স জানায়, পৃথিবী পর্যবেক্ষণের জন্য ২০২২ সালে ‘আরইএসইউআরএস-পিওয়ান’ নামের এই স্যাটেলাইটটি মহাকাশের কক্ষপথে বসানো হয়। বুধবার এটি ভেঙে যায়। তবে ভেঙে যাওয়ার কারণ এখনও জানা যায়নি।