করোনার ভয়ে ভারত ছেড়ে বিদেশ পালানোর হিড়িক

অবশ্যই পরুন

করোনা মহামারির হাত থেকে রেহাই পেতে ভারত ছেড়ে পালানোর হিড়িক উঠেছে দেশের ধনী সম্প্রদায়ের মধ্যে। আর তার জেরেই আকাশ ছুঁয়েছে বিমান ভাড়া। এমনকী সব প্রাইভেট জেটও বুকিং হয়ে গেছে।

রোববার (২৫ এপ্রিল) ভারত থেকে দুবাইগামী সমস্ত বিমান চলাচল বন্ধ হয়ে যাবে। তার আগে তাই সামর্থ্য থাকা ভারতীয়রা সেদিকেই পা বাড়াচ্ছে। মুম্বাই থেকে দুবাইয়ের বিমান ভাড়া সাধারণ সময়ে স্থানীয় মুদ্রায় আট থেকে ১০ হাজার টাকা হয়। এখন তা হয়েছে ৮০ হাজার। দিল্লি থেকে দুবাইয়ের টিকিটও ৫০ হাজারে কিনছে ধনী ভারতীয়রা। করোনা ভয়াবহ পরিস্থিতিতে তারা আর কেউ ভারতে থাকার ঝুঁকি নিতে চাইছেন না। পালাচ্ছেন সদলবলে।

চার্টার বিমান সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, প্রাইভেট জেটের টিকিটের এমন চাহিদাও আগে কখনও দেখা যায়নি। শনিবার দুবাইগামী ১২টি প্রাইভেট জেটের সবকটির আসন ইতোমধ্যেই বুক। ১৩ সিট কিংবা ৬ সিটের জেট প্লেনের জন্য দিতে হচ্ছে ৩৩ হাজারের বেশি রুপি। তাতেও সমস্যা নেই। অন্তত ৮০ জন সেই প্লেনের জন্য নাম লিখিয়ে রেখেছেন। বিদেশ থেকে প্রাইভেট জেট আনানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন মুখপাত্রটি।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ