প্রথম জয়ের স্বাদ পেল হায়দরাবাদ

অবশ্যই পরুন

পাঞ্জাব কিংসকে উড়িয়ে চলমান আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে প্রথম জয় তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। এদিন ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পায় ডেভিড ওয়ার্নাররা।

বুধবার (২১ এপ্রিল) চেন্নাইর চিপোকে এম চিদাম্বরাম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা পাঞ্জাব মাত্র ১২০ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ও ৮ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দরাবাদ।

১২১ রানের লক্ষ্যে উড়ন্ত সূচনা পায় হায়দরাবাদ। দুই ওপেনার ওয়ার্নার ও জনি বেয়ারস্টো ১০.১ ওভারে উদ্বোধনী জুটিতে ৭৩ রান তোলেন। অধিনায়ক ওয়ার্নার ৩৭ বলে ৩৭ রান করে ফ্যাবিয়ান অ্যালেনের শিকার হন। তবে ইনিংসের বাকিটা সময় বেয়ারস্টো ও কেন উইলিয়ামসন দেখেশুনে খেলে পার করে দেন। বেয়ারস্টো ৫৬ বলে ৩টি চার ও সমান ছক্কায় ৬৩ করে অপরাজিত থাকেন। উইলিয়ামসন ১৬ রান করেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদ বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাঞ্জাব। দলের কোনো ব্যাটসম্যানই থিতু হতে পারেননি। সর্বোচ্চ ২২ রান করে আসে ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও শাহরুখ খানের ব্যাট থেকে।

হায়দরাবাদ বোলারদের মধ্যে খলিল আহমেদ ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন। অভিষেক শর্মা পান ২টি উইকেট।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ