ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের শিরোপা মিশনে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা।
যেখানে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বেন কাটিংয়ের টিম পার্পেলকে ১০ উইকেটে হারিয়েছে শুভমান গিলের টিম গোল্ড। যেখানে বেন কাটিংয়ের অধিনায়কত্বে টিম পার্পেলের হয়ে খেলেছেন সাকিব আল হাসান।
যদিও এদিন ব্যাট হাতে বড় রান পাননি এই টাইগার অলরাউন্ডার। ভেঙ্কেটেশ আইয়ারের স্লোয়ারে মাত্র ৭ রান করে সাজঘরে ফেরেন সাকিব। ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর বল হাতেও আলো ছড়াতে পারেননি এই টাইগার অলরাউন্ডার। ২ ওভার বোলিং করে দিয়েছেন ১৯ রান। প্রথম ওভারে ৬ রান দেয়ার পর দ্বিতীয় ওভারে ২ ছক্কার সঙ্গে দিয়েছেন ১৩ রান।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই বরুণ চক্রবর্তীর বলে সাজঘরে ফেরেন প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করা টিম সেইফার্ট। এরপর ইনিংস বড় করতে পারেননি রাহুল ত্রিপাটিও।
এই দুই ওপেনারের বিদায়ের পর শুরুর বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করছিলেন সাকিব ও গুরকিরাত মান। যদিও সেটা খুব বেশি দার্ঘস্থায়ী হয়নি। পাওয়ার প্লের পরেই ভেঙ্কেটেশ আইয়ারের ওভারে সাজঘরে ফেরেন তাঁরা দুজন।
৭ রান করে সাকিব ফেরার আগে মান ফেরেন ২৫ রান করা মান। শেষ পর্যন্ত টিম পার্পেল অলরাউট হয় মাত্র ৮৭ রানে। জয়ের জন্য ৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন টিম গোল্ডের দুই ওপেনার নীতিশ রানা ও গিল। শেষ পর্যন্ত কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি।
৮ চার ও ৩ ছক্কার ৭৬ রান করে অপরাজিত ছিলেন দলটির অধিনায়ক গিল। ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আইপিএল মিশন শুরু করবে কলকাতা। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে ৯ এপ্রিল পর্দা উঠবে এবারের আসরের।
টিম গোল্ড:
শুভমান গিল (অধিনায়ক), নীতিশ রানা, ভেঙ্কেটেশ আইয়ার, কারুন নায়ার, শেলডন জ্যাকসন, দীনেশ কার্তিক, কমলেশ নাগরকোটি, হরভজন সিং, বরুণ চক্রবর্তী, প্রসিধ কৃষ্ণা এবং একজন নেট বোলার।
টিম পার্পেল:
টিম সেইফার্ট, রাহুল ত্রিপাটি, গুরকিরাত মান, সাকিব আল হাসান, বেন কাটিং, পবন নেগি, শিভাম মাভি, ভৈবব অরোরা, ওয়ারিয়ার এবং একজন নেট বোলার।