কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে আজ স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। বাংলাদেশ সময় বিকেল পৌনে ৬টায় শুরু হবে ম্যাচটি।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের একমাত্র খেলাধুলা ভিত্তিক চ্যানেল টি-স্পোর্টস। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেনে, ‘ট্রফিটা আমি দেশে নিয়ে যেতে চাই। আশা করি, কাল আমরাই ভালো খেলব এবং জিতব। আর দল হিসেবেও নেপালের চেয়ে এগিয়ে আমরা।’
ত্রিদেশীয় এ ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ গ্রুপ পর্বে কিরগিজস্তানকে ১-০ গোলে হারিয়েছিল। আর স্বাগতিক নেপালের সঙ্গে করেছে গোলশূন্য ড্র। তিন দলের মধ্যে সেরা হয়েই ফাইনাল খেলছে জামালরা। অন্যদিকে নেপাল কোনও ম্যাচ না জিতে শুধু ড্র করে ফাইনালে জায়গা করে নিয়েছে।
তবে টুর্নামেন্টে এ পর্যন্ত দুই দলের যে পারফরম্যান্স তাতে করে সত্যিকার অর্থে এগিয়ে রাখা যাচ্ছে না নির্দিষ্ট কোনো দলকে। ফাইনালে কী হয় সেটিই এখন দেখার অপেক্ষা।