হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি নিউজিল্যান্ড দলের মূল ব্যাটসম্যান রস টেইলর। প্রথম ম্যাচের আগে বাদ পড়ার পর জানানো হয়েছিল, দ্বিতীয় ম্যাচে ফিরতে পারবেন তিনি।
কিন্তু দ্বিতীয় ম্যাচেও থাকতে হয়েছে একাদশের বাইরে। তবে বৃহস্পতিবার জানানো হয়েছে, ম্যাচ খেলার জন্য পুরোপুরি তৈরি রস টেইলর। খেলবেন বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে। এমন খবর নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে।
‘দারুণ! রস টেইলর ম্যাচ খেলার জন্য ফিটনেস পরীক্ষায় পাস করেছে। বাংলাদেশের বিপক্ষে খেলবেন তৃতীয় ওয়ানডেতে উইল ইয়ংয়ের জায়গায়।’
টেইলরের চোট নিয়ে প্রথম ওয়ানডের আগে কিউই কোচ গ্যারি স্টেড বলেছিলেন, ‘এটা খুবই দুঃখজনক, ওকে (টেইলর) আমরা পাচ্ছি না। এটা যদিও গুরুতর চোট না, তবু তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছি না। আশা করছি ক্রাইস্ট চার্চে দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যাবে।’
চোটের কারণে সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামস। দলের নিয়মিত বেশ কয়েকজন ছাড়াও বাংলাদেশকে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়েছে কিউইরা। শুক্রবার ২৬ মার্চ, বাংলাদেশ সময় ভোর ৪ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ।