দেশে করোনাভাইরাসে আরও ১০ মৃত্যু, শনাক্ত ৫৪০, সুস্থ ৮২২

অবশ্যই পরুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৪৫১।

এছাড়া কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ৫৪০ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ৪৯ হাজার ৭২৪।

শনিবার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৩২ হাজার ১১৩টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৮২২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৫ লাখ ১ হাজার ৯৬৬ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৩১ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৫৪ শতাংশ।

দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনে দক্ষিণ কোরিয়ার অস্ত্র সরবরাহের পরিণতি ভয়াবহ হবে : রাশিয়া

ইউক্রেনে অস্ত্র সরবরাহ করলে দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার মধ্যে সম্পর্ক সম্পূর্ণভাবে ধ্বংস হবে বলে হুশিয়ারি দিয়েছে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী অ্যান্দ্রে...

এই বিভাগের অন্যান্য সংবাদ