দারিদ্র্য নির্মূলে ‘অলৌকিক’ অর্জনের ঘোষণা শি জিনপিংয়ের

অবশ্যই পরুন

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দারিদ্র্য নির্মূলে তার দেশের ‘মানুষের অলৌকিক’ সফলতা অর্জনের ঘোষণা দিয়েছেন। তবে তার এ দাবির বিষয়ে সন্দেহ পোষণ করছেন অনেকেই।

বৃহস্পতিবার বেইজিংয়ে গ্রামীণ কমিউনিটির কর্মকর্তাদের মাঝে পদক বিতরণ অনুষ্ঠানে শি উন্নয়নশীল অন্যান্য দেশের সাথে ‘চীনের পদক্ষেপ’ শেয়ার করার অঙ্গীকার করেছেন।

তিনি বলেন, এত অল্প সময়ে কোনো দেশই কোটি কোটি লোককে দারিদ্যের বাইরে নিয়ে আসতে পারেনি।

শি বলেন, মানুষের দ্বারা যে অলৌকিক ঘটনার সৃষ্টি হয়েছে তা ইতিহাসে লেখা থাকবে।

চীন গত বছর তার জনগণকে দারিদ্র্য সীমার ওপরে নিয়ে আসার দাবি করে বলেছিল, তাদের জনপ্রতি প্রতিদিনের আয় এখন ২.৩০ মার্কিন ডলার। বিশ্ব ব্যাংকের বেঁধে দেয়া পরিমাণ থেকে এই আয় সামান্য বেশি। বিশ্বব্যাংকের সর্বনিম্ন দিনপ্রতি আয় ধরা হয়েছে ১.৯০ মার্কিন ডলার।

শি বলেন, চীন এখন দারিদ্র্য নির্মূলে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করতে পারবে। আগামী জুলাইয়ে চীনা কমিউনিস্ট পার্টির শততম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে শি ২০১৫ সালে দারিদ্র্য নির্মূল করে ২০২০ সালের মধ্যে একটি ‘পরিমিত সমৃদ্ধ সমাজ’ গড়ার অঙ্গীকার করেছিলেন।
সূত্র : বাসস

সর্বশেষ সংবাদ

সংস্কার নিয়ে সরকার ও বিএনপির কোনো বিরোধ নেই: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে, নাকি...

এই বিভাগের অন্যান্য সংবাদ