সাকিবের পর ছিটকে গেলেন সাদমান

অবশ্যই পরুন

ঊরুতে টান পড়ায় চট্টগ্রাম টেস্টেই দর্শক সারিতে চলে যেতে হয় সাকিব আল হাসানকে। দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না তার। এবার আরেকটি দুঃসংবাদ এলো বাংলাদেশ শিবিরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১ ফেব্রুয়ারি থেকে মিরপুরে শুরু হতে যাওয়া টেস্টে খেলা হচ্ছে না সাদমান ইসলামের। নিতম্বের চোটে ছিটকে গেছেন বাঁহাতি এই ওপেনার।

এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে আরও বলা হয়েছে, সাদমানের অবস্থা উন্নতির পথে থাকলেও পুরোপুরি সেরে উঠতে পারেননি। এ কারণে বাঁহাতি এই ব্যাটসম্যানকে বিশ্রামে রাখা হয়েছে।

সাকিবের মতো সাদমানও চট্টগ্রাম টেস্টে চোট পান। চতুর্থ দিনে ফিল্ডিংয়ের সময় বাজেভাবে পড়ে যাওয়ায় আঘান পান তিনি। কুঁচকিতে টান লাগে তার। কুঁচকির সমস্যা খুব বেশি না হলেও নিতম্বের চোট ভোগাচ্ছে সাদমানকে। যে কারণে তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছে।

সাদমানকে নিয়ে শঙ্কা থাকার কারণেই সাকিব আল হাসানের বদলি হিসেবে সৌম্য সরকারকে টেস্ট দলে নিয়েছে বাংলাদেশ। হিসাব অনুযায়ী সাকিবের বদলি হিসেবে কোনো স্পিনারকে দলে নেওয়ার কথা ছিল। কিন্তু সাদমান না থাকায় ব্যাটিং বিভাগ শক্ত করতে চেয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

কবজির চোটের কারণে লম্বা সময় দলের বাইরে থাকতে হয় সাদমানকে। চোটের কারণে পাকিস্তান ও ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা হয়নি তার। চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে ফেরেন তিনি। প্রথম ইনিংসে খেলেন ৫৯ রানের ইনিংস। কিন্তু ফেরার পর্বটা দীর্ঘ হলো না তার। আবারও মাঠের বাইরে ছিটকে যেতে হলো তাকে।

সাদমান না থাকায় তামিম ইকবালের সঙ্গী নিয়ে আবারও নতুন করে চিন্তা করতে হচ্ছে বাংলাদেশকে। এই জায়গায় সাইফ হাসান ও সৌম্য সরকারের মধ্য থেকে একজনকে বেছে নেবে বাংলাদেশ। সাকিব আল হাসানের জায়গায় বোলার নাকি ব্যাটসম্যান খেলানো হবে, সেটাও চূড়ান্ত হয়নি।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ