spot_img

মুম্বাইতে বঙ্গবন্ধুর বায়োপিকের সেট পরিদর্শন করলেন তথ্যমন্ত্রী

অবশ্যই পরুন

বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ গতকাল সোমবার মুম্বাইয়ের গুরগাঁওতে দাদাসাহেব ফালকে ফিল্ম সিটি পরিদর্শন করেছেন। সেখানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিং হচ্ছে।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বিশিষ্ট পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত এ ছবিটির মাধ্যমে বাংলাদেশ ও মহারাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে।

মহারাষ্ট্রের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অমিত দেশমুখ এবং ভারতে দায়িত্বে থাকা বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ লুৎফর রহমানও  এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

“বাংলাদেশ ও ভারত উভয় দেশের মাঝে প্রাকৃতিকভাবেই বন্ধুত্ব রয়েছে এবং এ দুটি দেশেরই নানান ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে। ভারত এবং বাংলাদেশের মাঝে শিল্প, সাংস্কৃতিক এবং বাণিজ্যিক সুসম্পর্ক বজায় রয়েছে। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত এ সিনেমাটির মধ্য দিয়ে বাংলাদেশ ও মহারাষ্ট্রের সম্পর্ক আরও দৃঢ় হবে”, তথ্যমন্ত্রী বলেন বলে জানিয়েছে এক বিবৃতি।

ছবিটি ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে এবং এর শ্যুটিং হবে মুম্বাই ও কলকাতায় ।

উল্লেখ্য, সিনেমাটিতে বাংলাদেশের চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা আরিফিন শুভ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন, নুসরাত ইমরোজ তিশা অভিনয় করবেন শেখ ফজিলাতুন্নেসার ভূমিকায়। নুসরাত ফারিয়াকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে এবং তৌকীর আহমেদ পর্দায় হাজির হবেন সোহরাওয়ার্দীরূপে।

ছবিটির দ্বিতীয় পর্বের শুটিং বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে; সে অংশে মুক্তিবাহিনীর (বাংলাদেশ সামরিক বাহিনী) স্বাধীনতার সংগ্রামের চিত্র তুলে ধরা হবে।

সূত্রঃ আউটলুক ইন্ডিয়া ডট কম

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ