ইয়েমেনে সামরিক অভিযান চালাবে সৌদি

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়াই ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকারের কথা জানিয়েছে সৌদি আরব। দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান শুক্রবার (৫ ফেব্রুয়ারি) এই ঘোষণা দেন। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানায়।

প্রিন্স খালিদ বিন সালমান বলেন, আমরা মানবিক পরিস্থিতি দূরীকরণ এবং ইয়েমেন সংকট সমাধানের জন্য আমাদের মার্কিন অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশায় রয়েছি।

সৌদি উপ প্রতিরক্ষামন্ত্রী উপসাগরীয় উদ্যোগে ইয়েমেনে সমঝোতার জন্য কূটনৈতিক উদ্যোগকে সমর্থনের বিষয়ে পুনরায় আশ্বস্ত করেন।

গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক ভাষণে ইয়েমেনে সৌদি আরবের অভিযানে সহযোগিতা বন্ধের ঘোষণা দেন। তিনি বলেন, ইয়েমেনে চলমান যুদ্ধের অবসান ঘটাতেই হবে। প্রতিশ্রুতি রক্ষার অংশ হিসেবে অস্ত্র বিক্রিসহ ইয়েমেন যুদ্ধে আক্রমণাত্মক অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের সব সমর্থন বন্ধ ঘোষণা করছি। এ সময় ইয়েমেনে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে সিনিয়র কূটনীতিক টিমোথি লেন্ডারিংয়ের নাম ঘোষণা করেন তিনি।

উল্লেখ্য, ২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় দেশটির ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে আশ্রয় নিতে বাধ্য হন ক্ষমতাচ্যুত হাদি। হুথিরা ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অপারেশন ডিসাইসিভ স্টর্ম নামের সামরিক আগ্রাসন শুরু করে সৌদি-আমিরাতের সামরিক জোট। সৌদি জোটের বিমান হামলায় নিহত হয় লক্ষাধিক বেসামরিক মানুষ। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছায় ইয়েমেন।

সর্বশেষ সংবাদ

আইপিএল নিলামের প্রথম দিনে দল পেয়েছেন যেসব ক্রিকেটার

বর্তমানে ক্রিকেটবিশ্ব বুঁদ হয়ে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নিয়ে। কেননা সৌদি আরবের যেদ্দায় প্রথমবারের মতো বসেছে আইপিএলের নিলাম।...

এই বিভাগের অন্যান্য সংবাদ