spot_img

শুরুর আগে ইংলিশ শিবিরে ধাক্কা

অবশ্যই পরুন

একদিন পরই ভারতের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের ‘কঠিন’ মিশন শুরু হচ্ছে সফরকারী ইংল্যান্ডের। কিন্তু তার আগের দিন জো রুটদের শিবিরে লাগলো বড় ধাক্কাই। চোটে পড়েছেন ওপেনার জ্যাক ক্রলি। এজন্য সিরিজের শুরুর দুই ম্যাচ থেকে ছিটকে পড়েছেন তিনি। ব্যাপারটি বৃহস্পতিবার নিশ্চিত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বেশ কয়েকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড। তবে বুধবার দলের বাকি সকলকে অনুশীলনে দেখা গেলেও, ক্রলিকে দেখতে যায়নি। স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। পরে জানা যায় কব্জির চোটে পড়েছেন তিনি। যে কারণে তাকে প্রথম ২ টেস্টে পাবে না ইংল্যান্ড।

এরআগে গত মঙ্গলবার ড্রেসিংরুম থেকে বেরিয়ে মাঠে যাওয়ার সময় পাথরের মেঝেতে পা পিছলে পড়ে গিয়েছিলেন ক্রলি। সেই সময় হাতে চোট লাগে তার। সেই চোটের কারণেই ছিটকে যেতে হল তাকে। স্ক্যান করা হলে দেখা যায় ডান হাতের কব্জিতে চোট রয়েছে ক্রলির।

ক্রলি ছিটকে যাওয়ায় ভারতের বিপক্ষে ওপেনার হিসেবে দেখা যাবে জোসেফ বার্নস এবং ডোম সিবলিকে।

সর্বশেষ সংবাদ

বোমা বিস্ফোরণে পাকিস্তানে দুই স্কুল শিক্ষার্থীসহ ৪ সৈন্য নিহত

উত্তর-পশ্চিম পাকিস্তানে রাস্তার ধারে বোমা বিস্ফোরণর ঘটনা ঘটেছে। বিস্ফোরণে সময় নিরাপত্তা বাহিনীকে বহনকারী একটি গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ