spot_img

ব্রাজিলে ২ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে করোনায় মৃত্যু

অবশ্যই পরুন

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে ৫৯৫ জন মারা গেছে। দেশটিতে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ৯৯ জনে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।

দেশটিতে নতুন করে ২৪ হাজার ৫৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯২ লাখ ২৯ হাজার ৩২২ জনে।

ব্রাজিলের জনবহুল সাও পাওলো রাজ্যে করোনাভাইরাস প্রতিরোধে রেড এলার্ট জারি রাখা হয়েছে। সকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত জরুরি ছাড়া সব কাজ বন্ধ রাখা হয়েছে।

এ রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭ লাখ ৭৯ হাজার ৭২২ জন এবং মারা গেছে ৫৩ লাখ ৯০ জন। তবে সংক্রমণ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে সোমবার (১ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে।

এদিকে উত্তরাঞ্চলীয় আমাজন রাজ্য থেকে ৪০৬ জন রোগীকে বিমানে করে অন্য ১৬টি রাজ্যে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। এছাড়া রাজ্যে অক্সিজেন সংকটের কারণে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।

এখানে কেবল জানুয়ারিতেই ২ হাজার ৮৩২ জন মারা গেছে। মহামারি শুরুর পর থেকে রাজ্যটিতে এ পর্যন্ত ৮ হাজার ২৬৬ জন মারা গেছে।

-(বাসস)

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ