করোনায় আক্রান্ত আগুয়েরো

অবশ্যই পরুন

ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ মৌসুমে সব মিলে ৫ ম্যাচে মাত্র ১৪১ মিনিট মাঠে ছিলেন আগুয়েরো। চোটের সঙ্গে লড়াই করে চলা তারকা এবার নতুন করে ধাক্কা খেলেন।

৩২ বছর বয়সী ফুটবলার নিজেই বৃহস্পতিবার টুইট বার্তায় করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন। জানিয়েছেন, এখন আইসোলেশনে আছেন তিনি।

আগুয়েরো লিখেছেন, ‘শরীরে কিছু উপসর্গ দেখা দিয়েছে। সেরে উঠতে চিকিৎসকের পরামর্শ মেনে চলছি।’

মঙ্গলবার আগুয়েরোকে নিয়ে সিটির কোচ পেপ গুয়ার্দিওলা বলেছিলেন, দলের সর্বোচ্চ গোলদাতার প্রয়োজনীয়তা অনুভব করছেন তারা। যত দ্রুত সম্ভব তাকে মাঠে পেতে চান। এরই মধ্যে এলো তার কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর।

সর্বশেষ সংবাদ

প্রথমবারের মতো সচিব পদমর্যাদায় শিল্পকলা একাডেমিতে মহাপরিচালক নিয়োগ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে প্রথমবারের মতো সরকারের সচিব পদমর্যাদায় নাট্যকার ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদ নিয়োগ পেয়েছেন। গত...

এই বিভাগের অন্যান্য সংবাদ