আজ ২১ জানুয়ারি। বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের জন্মদিন। বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৩৫ বছর। প্রতিবছর বন্ধু-স্বজনরা তাকে নিয়ে মেতে উঠত নানা আয়োজনে। কিন্তু এবছর আর সেই আনন্দ হবে না।
সুশান্তবিহীন এই জন্মদিনটি এবার অন্যরকমভাবে স্মরণ করছেন তার পরিবার। জন্মদিনের প্রথম প্রহরেই বিশেষ এক ঘোষণা দিলেন সুশান্তের বড় বোন শ্বেতা সিং কীর্তি।
অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে প্রবল আগ্রহ ছিল সুশান্তের। চাঁদেও কিনেছেন জমি। তাই ভাইয়ের স্মরণে ইউসি বার্কলে বিশ্ববিদ্যালয়ে ৩৫ হাজার মার্কিন ডলারের স্কলারশিপ ফান্ড গড়লেন কীর্তি।
টুইটারে তিনি ঘোষণা দেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভাইয়ের ৩৫তম জন্মবার্ষিকীতে ওর অপূর্ণ স্বপ্নপূরণের জন্য আমরা একটা পদক্ষেপ নিয়েছি। ৩৫ হাজার মার্কিন ডলারে সুশান্ত সিং রাজপুত মেমোরিয়াল ফান্ড তৈরি করা হয়েছে ইউসি বার্কলে-তে।’
পাশাপাশি সুশান্তের একটি পুরনো ইনস্টাগ্রামের স্ক্রিনশট শেয়ার করেন শ্বেতা, যেখানে কী ধরণের শিক্ষাব্যবস্থা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়তে চেয়েছিলেন সুশান্ত তা লেখা রয়েছে। সেখানে লেখা রয়েছে- ‘আমার স্বপ্ন হলো ভারতের এবং অন্যান্য জায়গার শিক্ষার্থীদের জন্য এমন একটা পরিবেশ গড়া যেখানে বিনামূল্যে এবং প্রয়োজনীয় শিক্ষা পাওয়া যাবে। যে শিক্ষা তাদের নানান ক্ষেত্রে প্রয়োজনীয় স্কিল তৈরিতে সাহায্য করবে, সেটাও নিজেদের পছন্দমতো।’
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইউসি বার্কলে বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে এমন শিক্ষার্থীদের আর্থিক সাহায্য করবে সুশান্ত সিং রাজপুত মেমোরিয়াল ফান্ড। অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করছে যে শিক্ষার্থীরা তারা এক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
ছোটবেলা থেকেই দুর্দান্ত মেধাবী ছিলেন এই সুশান্ত। বিশেষ করে মহাকাশ নিয়ে ছিল তার অদ্ভুত জ্ঞান ও আগ্রহ। সুদূর নাসা কার্যালয় পর্যন্ত ছুটে গিয়েছিলেন সুশান্ত। জমা দিয়েছিলেন ২০২৪ সালে স্পেস মিশনে ট্রেনিংয়ের আবেদনও।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোডিং কতখানি জরুরি হতে চলেছে তা নিয়ে বেশ উচ্চকিত ছিলেন তিনি। আর এই অভিনেতার মৃত্যুর পর গত বছর ঘোষিত শিক্ষানীতিতে কোডিং যোগ করে ভারত সরকার।
গতকাল তার বোন শ্বেতা সিং কীর্তি টুইটে লিখেন, ‘‘সুশান্তের মৃত্যু নিয়ে শোক এখনও আছে। তবে আসুন, আমরা এবার তার জীবনকে উদযাপন করি। ২১ জানুয়ারি আমরা সবাই তার গানে নাচি। আর সেই ভিডিও পোস্ট করি সামাজিক যোগাযোগমাধ্যমে। হ্যাশট্যাগ দিন ‘সুশান্ত বার্থডে সেলিব্রেশন’।’’
উল্লেখ্য, সুশান্ত তার অভিনয় জীবন শুরু করেন ছোট পর্দায়৷ ‘পবিত্র রিশতা’ নামের একটি সিরিয়ালে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করে ছোট পর্দায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন৷ ২০১৩ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে ‘কাই পো ছে’তে৷ এরপর অভিনয় করেছেন ‘শুধ দেশি রোমান্স’, আনুশকা শর্মার বিপরীতে ‘পিকে’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরির’ মত জনপ্রিয় চলচ্চিত্রগুলোতে৷ ‘কেদারনাথ’ এ অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন তিনি সবাইকে৷
২০২০ সালের ১৪ জুন বান্দ্রায় নিজের বাসায় সুশান্তকে মৃত অবস্থায় পাওয়া যায়। সুশান্তের মৃত্যু রহস্য উদঘাটনে মুম্বাই পুলিশসহ ভারতীয় বেশ কয়েকটি সংস্থা কাজ করছে। দেশটির সুপ্রিম রায়ে গত বছর আগস্টে এই মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। আত্মহত্যা নাকি খুন- সুশান্তের মৃত্যুর ৭ মাস পরেও এই উত্তর জানা নেই পরিবার, প্রিয়জন কিংবা সুশান্ত অনুরাগীদের। তবে সুশান্ত চলে গেলেও কিন্তু আজও তিনি অসংখ্য অনুরাগীর হৃদয়ে অমর হয়ে আছেন।