সায়নীর ঢাল হয়ে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

অবশ্যই পরুন

সম্প্রতি অভিনেত্রী সায়নী ঘোষ এবং প্রবীণ বিজেপি নেতা তথা আসাম ও ত্রিপুরার সাবেক রাজ্যপাল তথাগত রায়ের টুইট যুদ্ধ এবং আইনি লড়াই নিয়ে বিভক্ত কলকাতার রাজনৈতিক ও শিল্পীমহল। এমন পরিস্থিতিতে সায়নীর ঢাল হয়ে এগিয়ে এলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নায়িকার বাক স্বাধীনতার পক্ষ নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।

সোমবার পুরুলিয়ায় নায়িকা-নেত্রী শতাব্দী রায়কে নিয়ে সভা করেন মমতা। সেখানেই বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, ‘‘সায়নী বলে একটা মেয়ে ফিল্মে কাজ করে। তাকে ধমকানো হচ্ছে। চমকানো হচ্ছে। আজ সকালেও শুনলাম তাকে ধমকাচ্ছে বিজেপি। এত বড় ক্ষমতা ওদের!’’

সমস্ত ধমকানো-চমকানো বিজেপি অন্য রাজ্যের জন্য তুলে রাখুক, বাংলায় এ সব চলবে না বলেও গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি দেন মমতা। তিনি বলেন, ‘‘দিল্লিতে গিয়ে ধমকাও, উত্তরপ্রদেশে গিয়ে ধমকাও, বিহারে গিয়ে ধমকাও। বাংলায় ধমকানোর আশা আসে কোত্থেকে? এখানে ধমকালে বাংলার মানুষ লিউকোপ্লাস্টার দিয়ে মুখ বন্ধ করে দেবে। অত সহজ নয়। ক্ষমতা থাকলে সায়নীর গায়ে হাত দিয়ে দেখাও, ক্ষমতা থাকলে টালিগঞ্জের গায়ে হাত দিয়ে দেখাও, ক্ষমতা থাকলে বাংলার সংস্কৃতিপ্রেমী মানুষের গায়ে হাত দিয়ে দেখাও।’’

নাম না করে তথাগতকেও একহাত নেন মমতা। তার কথায়, ‘‘বয়স হয়ে গেছে। তবুও ভীমরতি যায় না। নাতনির বয়সী মেয়েকে প্রতিদিন হুমকি দিচ্ছে। কেন? তার কি স্বাধীনভাবে কথা বলার অধিকার নেই?’’

উল্লেখয বেশ কিছুদিন ধরেই অভিনেত্রী সায়নী ঘোষ এবং তথাগত রায়ের মধ্যে টুইটার যুদ্ধ চলছে। এমনকি অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তথাগত।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ