বিদায়ের আগে ১০০ জনকে ক্ষমা করছেন ট্রাম্প!

অবশ্যই পরুন

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে চলে যাওয়ার আগেই অন্তত ১০০ জন সাজাপ্রাপ্তকে ক্ষমা করতে যাচ্ছেন। রবিবার (১৭ জানুয়ারি) হোয়াইট হাউজের তিন কর্মকর্তার বরাতে খবরটি জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

সূত্র মতে, আর্থিক কেলেঙ্কারির মামলায় দণ্ডপ্রাপ্ত, সাবেক সরকারি কর্মকর্তারা এ তালিকায় রয়েছেন। তবে ট্রাম্প নিজের সন্তান, ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানি এবং নিজেকে এখনই ক্ষমা করতে পারছেন না। অভিশংসন প্রক্রিয়া চলমান থাকায় তা করতে পারবেন না।

এছাড়া আলোচিত জুলিয়ান অ্যাসাঞ্জ এবং ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন এই তালিকায় থাকছেন কিনা তা-ও এখনো নিশ্চিত নয়।

অন্য দিকে অনেকেই ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে সহিংসতায় জড়িতদের ক্ষমা করার পরামর্শ দিলেও বিদায়ী প্রেসিডেন্ট তা নিচ্ছেন না।

উল্লেখ্য, নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানের দিন দুপুর পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প চাইলে যে কাউকে ক্ষমা করতে পারবেন।

সর্বশেষ সংবাদ

তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বিএনপির বৈঠক

বাংলাদেশে নিযুক্ত তুরস্ক রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল। রোববার...

এই বিভাগের অন্যান্য সংবাদ