করোনা আক্রান্ত হয়ে সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকারের মৃত্যু হয়েছে (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন)। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১৯৫৮ সালের ২ ফেব্রুয়ারি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার পাটোয়ারী পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
আমজাদ হোসেন সরকার নীলফামারী জেলার একজন রাজনীতিবিদ। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ আংশিক) আসনে চারদলীয় ঐক্যজোট থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন।
আমজাদ হোসেন সরকার তার রাজনৈতিক জীবনের প্রতিটি নির্বাচনে জয়ী হয়েছেন। একবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, চারবার সৈয়দপুর পৌরসভার মেয়র এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচিত হন। বতমানে তিনি সৈয়দপুর পৈৗরসভার মেয়র এবং আগামী ১৬ জানুয়ারি সৈয়দপুর পৌরসভার সাধারণ নির্বাচন ২০২১ এ স্বতন্ত্র মেয়র প্রার্থী ছিলেন।