বার্নলিকে হারিয়ে শীর্ষে ইউনাইটেড

অবশ্যই পরুন

পল পগবার একমাত্র গোলে বার্নলিকে হারিয়ে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

টানা তৃতীয় জয়ের দিন দ্বিতীয়ার্ধের ৭১তম মিনিটে দারুণ এক ভলিতে দলকে এগিয়ে দেন পগবা।

বিরতির আগেই এগিয়ে যেতে পারত ইউনাইটেড। ডি-বক্সের অনেকটা বাইরে থেকে মার্সিয়ালের ডান পায়ের জোরালো শটে লাফিয়ে ক্রসবারের ওপর দিয়ে বল পাঠান গোলরক্ষক পোপ। দ্বিতীয়ার্ধের শুরুতে ভালো সুযোগ নষ্ট করেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা কাভানি। ফের্নান্দেসের পাসে ছয় গজ বক্সের সামনে থেকে দুর্বল শট নেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

অবশেষে ৭১তম মিনিটে আসে জয়সূচক গোল। ডান দিক থেকে মার্কাস র‍্যাশফোর্ডের ক্রসে ডি-বক্স থেকে ভলি করেন ফরাসি মিডফিল্ডার পগবা। বল বার্নলির ম্যাট লোটোনের পায়ে লেগে জালে জড়ায়।

১৭ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইউনাইটেড। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে শিরোপাধারী লিভারপুল।

উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে ২-১ গোলে হারানো এভারটন ৩২ পয়েন্ট নিয়ে চারে আছে। সমান পয়েন্ট নিয়ে তিনে লেস্টার সিটি।

১৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে আছে বার্নলি।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ