আগের জানা গিয়েছিল এ মাসেই বাবা হবেন বিরাট কোহলি। কিন্তু তার ঘরে ছেলে না মেয়ে সন্তান আসছে জানতে কৌহলি ছিলেন ভক্তরা। শেষ পর্যন্ত ভারত অধিনায়ক সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়ে দিলেন, কন্যা সন্তানের বাবা হয়েছি। মা ও মেয়ে দু’জনেই ভালো আছেন।
কয়েকদিন আগেই অবশ্য প্রখ্যাত জ্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজি দাবি করেছেন অনুষ্কা ও বিরাটের মেয়ে হতে চলেছে। শেষ পর্যন্ত সোমবার তার কথায় সত্যি হল।
প্রথম সন্তানের বাবা হয়ে দারুণ আনন্দিত কোহলি। তাই দ্রুতই খবরটি সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে ভক্তদের জানিয়েছেন তিনি। সেখানে তিনি ইংরেজি ও হিন্দিতে একই কথা বলেছেন এভাবে, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আজ বিকেলে আমাদের একটি কন্যা সন্তান হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাই, এতো ভালোবাসা ও আশীর্বাদের জন্য। আনুশকা এবং আমাদের কন্যা দু’জনেই সুস্থ-স্বাভাবিক আছে। জীবনের নতুন এই অধ্যায়ে আমরা সত্যিই আপ্লুত। আমরা আশা করি, এই সময়ে আমাদের প্রাইভেসিকে আপনারা সম্মান করবেন।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলির এ পোস্টের পরই শুভেচ্ছার বন্যা বইয়ে যাচ্ছে।
এর আগে গত বছরের ২৭ আগস্ট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সংসারে নতুন অতিথির আসার কথা জানিয়েছিলেন বিরাট-আনুস্কা। নতুন অতিথির আগমন উপলক্ষ্যে ছুটি নিয়ে অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই ফিরে আসেন বিরাট। বছর শেষে অন্তসত্ত্বা স্ত্রী ও বন্ধুবান্ধবদের সঙ্গে একসঙ্গে সময় কাটান তিনি। সবশেষে সোমবার কন্যা সন্তানের বাবা হলেন ভারত অধিনায়ক।