হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চিফ অব স্টাফ স্টেফানি গ্রিশাম পদত্যাগ করেছেন।
বুধবার (০৬ জানুয়ারি) হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলেছে, পার্লামেন্ট ভবনে সহিংসতার ঘটনায় হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চিফ অব স্টাফ স্টেফানি গ্রিশাম পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
গ্রিশাম ট্রাম্প প্রশাসনের অন্যতম দীর্ঘকালীন কর্মকর্তা ছিলেন, তিনি ২০১৫ সালে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রচারে দায়িত্বে ছিলেন। গ্রিশাম শান স্পিকারের অধীনে ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে হোয়াইট হাউসে প্রবেশ করেছিলেন। তবে ২০১৭ সালের মার্চে তাকে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
পদত্যাগের বিষয়ে গ্রিশাম কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়ে সিএনএন।