নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ কলেজছাত্রের

অবশ্যই পরুন

বাবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন থেকে শুক্রবার সন্ধ্যায় একজন এবং রাতে আরো এক ছাত্রের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে একজন উপজেলা সদর কলাকোপা ইউনিয়নের বাগমারা গ্রামের মহসিন উদ্দিন পলাশের ছেলে আনজির আহমেদ প্রান্তিক। সে ঢাকার ধানমন্ডির আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

অপরজন একই ইউনিয়নের জালালপুর গ্রামের মো. আজমের ছেলে আলভী (২০)। সে দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র ছিলেন।

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে আলভীকে নিয়ে বাবার মোটরসাইকেলে করে ঘুরতে বের হয় প্রান্তিক। রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরো একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় প্রান্তিক ও আলভী ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাদের ঢাকায় স্থানান্তর করেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কলেজছাত্র প্রান্তিকের মৃত্যু হয়। এরপর রাতে আলভীও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনার পর পুলিশ মোটরসাইকেলটি জব্দ করেছে বলে জানান ওসি।

সর্বশেষ সংবাদ

তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বিএনপির বৈঠক

বাংলাদেশে নিযুক্ত তুরস্ক রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল। রোববার...

এই বিভাগের অন্যান্য সংবাদ