spot_img

রিজার্ভ থেকে শ্রীলঙ্কাকে ২০ কোটি ডলার ধার দিচ্ছে বাংলাদেশ

অবশ্যই পরুন

বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাতে বাংলাদেশের শরণাপন্ন হয়েছে দক্ষিণ এশিয়ার বন্ধুপ্রতীম দেশ শ্রীলঙ্কা। দেশটিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে অন্তত ২০ কোটি ডলার ধার দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রা বিনিময়ের (কারেন্সি সোয়াপ) আওতায় শ্রীলঙ্কাকে সহায়তার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকসূত্রে জানা গেছে। এ ধরনের বিনিময় বাংলাদেশের জন্য প্রথম।

বিশ্লেষকদের মতে, এ পদ্ধতিতে তেমন ঝুঁকি নেই। তবে ডলার যথাসময়ে ফিরে পাওয়ায় কখনও সমস্যা হতে পারে। সে বিষয়ে সজাগ থাকার তাগিদ তাদের।

বিদেশি মুদ্রার সঞ্চয়নে (ফরেন কারেন্সি রিজার্ভ) চাহিদার তুলনায় ঘাটতিতে রয়েছে শ্রীলঙ্কা। দেশটির জিডিপির প্রায় ৮ হাজার ৪০০ কোটি ডলার। বিদেশি মুদ্রার সঞ্চয়ন ৪০০ কোটি ডলারের ঘরে, যা জিডিপির ৪ দশমিক ৭৬ শতাংশ। যেখানে বাংলাদেশে এ সঞ্চয়ন জিডিপির প্রায় ১২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, স্বল্পসুদে শ্রীলঙ্কাকে তিন মাসের জন্য এই ঋণ দেয়া হবে। যে সব দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ কম তারা বিপদে পড়লে কারেন্সি সোয়াপের মাধ্যমে অন্য দেশ থেকে বৈদেশিক মুদ্রা নিয়ে আসে। শ্রীলঙ্কা যদি কোনো কারণে এই অর্থ ফেরত দিতে না পারে তখন দু’দেশের বৈদেশিক বাণিজ্য থেকে এই টাকা সমন্বয় করে নেয়ার সুযোগ আছে। এ ধরনের ঋণ দেয়া বাংলাদেশ ব্যাংকের জন্য সুনাম বয়ে আনার পাশাপাশি রেটিংয় বৃদ্ধিতেও সুবিধা দেবে।

সর্বশেষ সংবাদ

প্রেসিডেন্ট হিসেবে কবে শপথ নিচ্ছেন ট্রাম্প?

অনেক চড়াই-উতরাই পেরিয়ে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে সমর্থকদের উদ্দেশে বিজয়ীর ভাষণ দিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ