ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। তিনি কিংবদন্তি অভিনেতা কমল হাসানের মেয়ে। তার মা ছিলেন সাউথ ইন্ডিয়ান নায়িকা সারিকা।
কমল হাসান ও সারিকা লিভ টুগেদার করতেন। তখন শ্রুতি হাসানের জন্ম হয়। এজন্য তারা বিয়ে করে নেন। তবে ১৬ বছর সংসার করার পর ২০০৪ সালে বিবাহ বিচ্ছেদ করেন কমল হাসান ও সারিকা।
অদ্ভুত ব্যাপার হলো, সেই বিচ্ছেদে ভীষণ খুশি হয়েছিলেন শ্রুতি হাসান। তিনি নিজেই এ কথা জানিয়েছেন। শ্রুতির মতে, তারা দু’জন আলাদা থাকতে চেয়েছিলেন। সেজন্য তাদের আলাদা হওয়ার ঘটনায় খুশি হয়েছিলাম।
শ্রুতি হাসান জানান, তার জীবনে বাবাই বেশি কাছের, মা তার জীবনের একটি অংশ মাত্র। তবে বাবা-মা হিসেবে দুজনেই সেরা। শ্রুতির ভাষ্য, ‘আমি তাদের নিজস্ব জীবনযাপনের জন্য কেবল উচ্ছ্বসিত ছিলাম। আমি খুশি হয়েছিলাম যে, তারা আলাদা হয়ে গিয়েছেন। কারণ আমি মনে করি না যে দু’জন ব্যক্তি যারা একসঙ্গে থাকতে চান না, তাদের কোনো কারণে জীবনসঙ্গী হওয়া উচিৎ। তবে আমার মা ভালো কাজ করছেন এবং আমাদের জীবনের তিনিও একটি অংশ।
প্রসঙ্গত, শ্রুতি হাসানকে সর্বশেষ ‘ভাকিল সাব’ সিনেমায় দেখা গেছে। গেলো এপ্রিলেই সিনেমাটি মুক্তি পায় এবং করোনার মধ্যেই দারুণ ব্যবসা করে।
এদিকে শ্রুতি হাসানের হাতে রয়েছে ‘লাবাম’ ও ‘সালার’ নামের দুটো বিগ বাজেটের সিনেমা। প্রথমটিতে নায়ক বিজয় সেথুপতি, আর দ্বিতীয়টিতে আছেন প্রভাস। এছাড়া একটি ওয়েব সিরিজেও যুক্ত হয়েছেন তিনি।