ভারত ও পাকিস্তান, দুই দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। অথচ পাশেই দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা, এই দলের বিরুদ্ধে ক্রিকেটের কোনো ফরম্যাটে বাংলাদেশ জিততে পারেনি সিরিজ। অধরা সেই সিরিজ জয়ের সুযোগ এবার বাংলাদেশের সামনে।
আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বেলা ১টায়। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস।
প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে ৩৩ রানের ব্যবধানে। প্রায় একপেশে ম্যাচই হতে চলেছিল। তবে হাসারাঙ্গার মারকুটে ব্যাটিংয়ে প্রথম ওয়ানডেতে বলতে গেলে বাড়তি রোমাঞ্চ সৃষ্টি হয়েছিল। শেষ হাসি বাংলাদেশেরই।
সব মিলিয়ে ব্যাটে-বলে আরো একটু গোছালো হলে সামনের দুটি ম্যাচই জেতা উচিত বাংলাদেশের। আর তাতে আসতে পারে লঙ্কানদের বিরুদ্ধে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়।
এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডেতে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ আটটি। এর মধ্যে পাঁচবার হোয়াইটওয়াশ। দুবার সিরিজ ড্র। একবার হারের ব্যবধান ২-১। দুই দলের সর্বশেষ সিরিজ ছিল ২০১৯ সালে। যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লঙ্কানদের মাটিতে বাংলাদেশ উড়ে গিয়েছিল ০-৩ ব্যবধানে। ওই সিরিজে মাশরাফির বদলে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। এবার সেই তামিম পূর্ণ দায়িত্বে বাংলাদেশের ওয়ানডে দলে।
প্রথম ম্যাচ দাপটেই জিতেছে বাংলাদেশ। বাকি দুটি ম্যাচ। মঙ্গলবার জিতলেই আসবে স্মরণীয় সিরিজ জয়। এই ম্যাচ জিতলে শুধু সিরিজ জয়ই নয়, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে শীর্ষেও উঠে যাবে বাংলাদেশ। সেটা শেষ পর্যন্ত করতে পারবে তামিমরা?
দুই দলের সম্ভাব্য একাদশ-
বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা: দানুশকা গুনাথিলাকা, কুশাল পেরেরা (অধিনায়ক), কুসাল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, নিরোশান ডিকওয়েলা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, ইসুরু উদানা ও দুশমন্থ চামিরা।