হেড কোচ পদে বহাল থাকছেন ডোমিঙ্গো

অবশ্যই পরুন

ইংলিশ কোচ স্টিভ রোডসের বিদায়ের পর হেড কোচ পদে দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গোর সঙ্গে বিসিবি চুক্তিবদ্ধ হয়েছে ২০১৯ সালের আগস্ট মাসে। ২ বছরের চুক্তির মেয়াদ আগামী আগস্টে শেষ হওয়ার কথা।

স্টিভ রোডসের কোচিং আমলে বাংলাদেশ দল কোচ প্রত্যাশিত সাফল্য পায়নি বাংলাদেশ। ফলে নতুন মেয়াদে ডোমিঙ্গোর সঙ্গে চুক্তিবদ্ধ আদৌ হবে কি না বিসিবি-সেটাই প্রশ্ন। তবে আগামী অক্টোবর-নভেম্বরে আইসিসি টি-২০ বিশ্বকাপ অপেক্ষা করছে।

টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে বেশ ক’টি হোম এবং অ্যাওয়ে সিরিজও খেলতে হবে বাংলাদেশ দলকে। সে কারণেই টি-২০ বিশ্বকাপের আগে নতুন কোচ খোঁজার পক্ষে নয় বিসিবি।রবিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সে অবস্থানের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি-‘এখানে দুই তিনটা ব্যাপার আছে, প্রথম কথা হচ্ছে আমরা তাকে চুক্তি নবায়ন করব কি করব না, সেকেন্ড কথা হচ্ছে যদি না করি তাহলে তো আমাদের অলটারনেটিভ আরেকটা থাকতে হবে, থাকতে হবে তো? এই কোভিড-১৯ সিসুয়েশনে ওয়ার্ল্ড কাপের আগে এ রকম কিছু আমাদের কাছে নাই। দিস ইজ দ্য রিয়েলিটি।’

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ