spot_img

ফিলিস্তিনের পাশে আর্জেন্টাইনরা, ইসরাইলকে বয়কটের ডাক

অবশ্যই পরুন

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। গাজায় ইসরায়েলের বর্বোরোচিত এই হামলার প্রতিবাদে আর্জেন্টিনায় বিক্ষোভ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে আল-জাজিরা।

কাতারভিত্তিক এই গণমাধ্যম জানায়, সোমবার (১৭ মে) ইসরায়েলি হামলার প্রতিবাদে কয়েক’শ বিক্ষোভকারী রাজধানী বুয়েনেস আইরেসে ইসরায়েলি দূতাবাসের কাছে জড়ো হয়। এরপর পুলিশি বাধা অতিক্রম করে বিক্ষোভকারীরা দূতাবাসের কাছে পৌঁছায়।

এ সময় বিক্ষোভকারীদের হাতে ছিল ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করুন’ এবং ‘আমরা হৃদয় থেকে ফিলিস্তিনিদের পক্ষে’ লেখা প্ল্যাকার্ড। এদের মধ্যে এক বিক্ষোভকারীর হাতে স্প্যানিশ ভাষায় লেখাছিল ‘বয়কট ইসরায়েল’।

এ সময় বিক্ষোভকারীরা আর্জেন্টিনার সরকারের প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। এছাড়া অবিলম্বে ফিলিস্তিনে হামলা বন্ধে জাতিসংঘে আর্জেন্টিনাসহ দক্ষিণ আমেরিকার দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, গত ৮ দিন ধরে চলা ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত অর্ধশতাধিক শিশুসহ অন্তত ২০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

সর্বশেষ সংবাদ

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কটাক্ষের শিকার রুক্মিণী

ওপার বাংলা ভারতের কলকাতা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র পর্দায় ফিরছেন বিনোদিনী হিসেবে। সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ