আইসিসির সবশেষ হালনাগাদ অনুযায়ী টেস্ট র্যাঙ্কিংয়ে পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার আইসিসির দেয়া নতুন পয়েন্ট টেবিলে পাঁচ পয়েন্ট হারিয়ে ৪৬ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে ৯ নম্বরেই আছে বাংলাদেশ।
গত এক বছরে বাংলাদেশ চারটি টেস্ট খেলে জয় পায় একটিতে। এর আগে দুই মৌসুমে বাংলাদেশ হেরেছে ১৩ ম্যাচের ৯টি তে। যেখানে প্রতিপক্ষ ছিল আফগানিস্তান ও জিম্বাবুয়ের মতো দলও। তবে ৮ পয়েন্ট বাড়লেও ৩৫ পয়েন্ট নিয়ে দশ নম্বরে জিম্বাবুয়ে।
আইসিসি গত বছরের মে থেকে সবশেষ জিম্বাবুয়ে-পাকিস্তান সিরিজ পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করেছে। এই সময়ে শতভাগ ও ২০১৮-১৯ এবং ২০১৯-২০ মৌসুমের পঞ্চাশ ভাগ পারফরম্যান্স বিবেচনা করেছে।
অন্যদিকে, নিউজিল্যান্ডের থেকে মাত্র ১ পয়েন্ট এগিয়ে থেকেই শীর্ষে উঠেছে ভারত। ১২১ রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে দেশটি। এদিকে দুই ওঠা নিউজিল্যান্ডের ২ পয়েন্ট বেড়ে হয়েছে ১২০।
ফলে শীর্ষস্থানে থেকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামবে উজ্জীবিত ভারত।
তিন নম্বর জায়গা ধরে রাখা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট তিন বেড়ে হয়েছে ১০৯। এদিকে পাঁচ পয়েন্ট হারিয়ে ১০৮ পয়েন্ট নিয়ে চারে অস্ট্রেলিয়া।
এদিকে দারুণ ফর্মে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ৩ বেড়ে পাঁচে আছে। গত আট বছরে সেরা অবস্থানে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে তারা।