ভারতের করোনাকে রুখতে গণ টিকাকরণের পক্ষে আহবান ফৌসির

অবশ্যই পরুন

ভারতজুড়ে অব্যাহত করোনার সেকেন্ড ওয়েভ । প্রতিদিনই সেঞ্চুরি হাঁকাচ্ছে সংক্রমণের দাপট। মারণ ব্যাধির বাড়বাড়ন্ত ঠেকাতে দেশের বিভিন্ন প্রান্তে চলছে দফায় দফায় লকডাউন। তবুও কিছুতেই বাগে আনা যাচ্ছে মারণ করোনাকে।

আর দেশের এই উদ্বেগজনক পরিস্থিতিতে করোনা রুখতে ফের গণ টিকাকরণের সপক্ষেই সওয়াল করলেন মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞ  অ্যান্টনি ফৌসি।

রবিবার আমেরিকার ‘এবিসি’ নিউজের কাছে একান্ত সাক্ষাৎকারে বাইডেন প্রশাসনের মেডিকেল উপদেষ্টা ডঃ ফৌসি জানিয়েছেন, ভারতের মতো জনবহুল দেশে গণটিকাকরণ-ই হল দীর্ঘ মেয়াদি করোনা সঙ্কটের একমাত্র সমাধান।

তিনি আরো বলেন, “ভারত বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী দেশ। তারা কেবল তাদের দেশের মধ্যেই নয়, সংক্রমণ রুখতে বাইরের বহু সংস্থার থেকেও টিকার যোগান পেয়েছে।”

শুধু তাই নয়, দেশের বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলা করতে অন্যান্য দেশগুলিকেও ভারতকে ভ্যাকসিন দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়াও বিশ্বের যেসমস্ত বড় বড় ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থাগুলি করোনার টিকা আবিস্কার করছেন তাদেরকেও ভারতে ভ্যাকসিনের ডোজ সরবরাহের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

এছাড়াও ভারতজুড়ে মারাত্মক এই রোগের বিস্তার বন্ধ করতে গণ ইনোসুলেশন ড্রাইভেরও পরামর্শ দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, অন্যদিকে, মাঝে কিছুদিন আশার আলো জাগিয়ে ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। শনিবারের থেকে রবিবারের রিপোর্টে ফের বাড়ল আক্রান্তের সংখ্যা। এদিনও আক্রান্তের সংখ্যা রয়েছে ৪ লক্ষের উপরে। মৃত্যুর সংখ্যা এদিনও ৪ হাজারের উপর। তবে শনিবারের চেযে রবিবারের রিপোর্টে মৃতের সংখ্যা অল্প কম।

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গোটা দেশে করোনা আক্রান্ত হয়েছে ৪ লক্ষ ৩ হাজার ৭৩৮ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৯২ জনের। এই নিয়ে পরপর ২ দিন দৈনিক মৃত্যুর সংখ্যা ৪ হাজারের উপরে রইল।

সূত্র: কলকাতা ২৪/৭

সর্বশেষ সংবাদ

পঞ্চগড়ে মাদকসহ আটক মা-ছেলে

পঞ্চগড়ে অভিযান চালিয়ে মাদকসহ মা-ছেলেকে আটক করেছে যৌথবাহিনী। আটকরা হলেন, জাকিরুল ইসলাম (৩৫) ও তার মা জরিনা বেগম (৫৫)।...

এই বিভাগের অন্যান্য সংবাদ