আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন আমির!

অবশ্যই পরুন

নিউজিল্যান্ড সফরে দলে সুযোগ না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা ঘোষণা করেছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। কাঠগড়ায় তুলেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। তবে অবসর ভেঙে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতেই পারেন বাঁ-হাতি এই পেসার। এমনকী সুযোগ পেলে তাকে খেলতে দেখা যেতে পারে জাতীয় দলেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেকথা স্বীকারও করে নিয়েছেন আমির।

গত বছর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন একসময়ে স্পট ফিক্সিংয়ের দায়ে নির্বাসিত থাকা আমির। পিসিবি’র বিরুদ্ধে অভিযোগ করার পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেন বর্তমান টিম ম্যানেজমেন্টের উপরও।

এক ভিডিওতে আমির তার ক্ষোভ প্রকাশ করেন। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘সত্যি বলছি, এই ম্যানেজমেন্টের অধীনে আমার পক্ষে আর খেলা সম্ভব নয়। তাই এখনকার মতো ক্রিকেট থেকে সরে যাচ্ছি। আমার উপরে মানসিক অত্যাচার করা হয়েছে।’

আর এরপরই এই ঘটনা নিয়ে রীতিমতো ঝড় বয়ে যায় পাক ক্রিকেটে। কেউ আমিরের পাশে দাঁড়ান তো কেউ পাল্টা কটাক্ষও করেন।

তবে আমির নিজেই আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। উইসডেনকে দেয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গে তাকে বলতে শোনা যায়, ‘অবসরের পর অনেকেই বলছেন আমি স্বার্থপরের মতো সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু কখনোই তা নয়। এখন আমার কাছে অবসর ভেঙে ফিরে আসার কোনো উপায় নেই। তবে কে বলতে পারে, আগামীদিনে পরিস্থিতি পাল্টে গেলে আবারো হয়তো আমাকে পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলতে দেখবেন।’

এরপরই তার অভিযোগ, পাক ক্রিকেট দলে তিনি উপযুক্ত সম্মান পেতেন না। আমিরের কথায়, ‘আমার কাছে সবচেয়ে বড় হলো সম্মান। আর সেটাই আমি পাচ্ছিলাম না। আর তাই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলাম।’

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ