চিরনিদ্রায় শায়িত হলেন ওয়াসিম

অবশ্যই পরুন

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন চিত্রনায়ক মেজবাহ উদ্দিন আহমেদ ওয়াসিম। করবস্থান মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। এর আগে বাদ জোহর গুলশান আজাদ মসজিদে নায়ক ওয়াসিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

শনিবার দিবাগত রাতে অসুস্থতা বাড়লে রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওয়াসিমের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের চলচ্চিত্র অঙ্গণে।

ওয়াসিমের জন্ম ১৯৪৭ সালের ২৩শে মার্চ, চাঁদপুরের উত্তর মতলবে। তিনি বিয়ে করেছিলেন অভিনেত্রী রোজির ছোট বোনকে। তার এক ছেলে ও এক মেয়ে। এরমধ্যে স্ত্রী ও মেয়ে মারা গেছেন। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা চিরবিদায় নিলেও, চির অম্লান থাকবেন ভক্ত ও শুভ্যানুধায়ীদের স্মৃতিতে।

সর্বশেষ সংবাদ

পঞ্চগড়ে মাদকসহ আটক মা-ছেলে

পঞ্চগড়ে অভিযান চালিয়ে মাদকসহ মা-ছেলেকে আটক করেছে যৌথবাহিনী। আটকরা হলেন, জাকিরুল ইসলাম (৩৫) ও তার মা জরিনা বেগম (৫৫)।...

এই বিভাগের অন্যান্য সংবাদ