ঘটনা পর্তুগালের। ৩০ বছর সংসার করার পর বিচ্ছেদ হয় এক দম্পতির। আর সেই বিচ্ছেদ নিষ্পত্তিতে আদালত স্বামীকে তার সাবেক স্ত্রীকে ৭২ হাজার ডলার বা ৬০ লাখ ৯৬ হাজার বাংলাদেশি টাকা পারিশ্রমিক দেওয়ার নির্দেশ দিয়েছে।
পর্তুগালের সুপ্রিম কোর্টের বিচারক এই আদেশ দেন।
বিবাহিত জীবনে সংসারের জন্য করা কাজের জন্য ওই স্ত্রী প্রায় আড়াই লাখ ইউরো দাবি করে মামলাটি করেছিলেন। কিন্তু সেই মামলা ব্রাসেলস এর আদালত খারিজ করে দেয়। এরপর আদালত বদল হতে হতে সুপ্রিম কোর্টে যেয়ে ঠেকে মামলাটি।