spot_img

পার্ণোর প্রচারণায় তৃণমূলের হামলার অভিযোগ

অবশ্যই পরুন

অভিনয় ছেড়ে আপাতত রাজনীতির মাঠে তুমুল ব্যস্ত সময় কাটাচ্ছেন টলিউডের অনেক তারকা। বিজেপি এবং তৃণমূল দলে এখন বিভক্ত তারা। নির্বাচনের আগে চলছে তাদের প্রচারণা।

প্রচারণা নেমে অনেকে যেমন শোনাচ্ছেন আশার কথা। আবারও অভিযোগ তুলছেন কেউ কেউ। এবার তেমনই এক প্রসঙ্গে জানালেন অভিনেত্রী পার্ণো মিত্র। তার প্রচারে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

তারকা অভিযোগ তুলেছেন কর্মীদের মারধর করা হয়েছে। নারীরাও বাদ পড়েনি। এমনকি পার্ণোর গায়েও হাত দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন অভিনেত্রী।

উত্তর ২৪ পরগনা জেলার বরানগর এলাকায় ভোটগ্রহণ চলবে ১৭ এপ্রিল। এই কেন্দ্রে পার্ণোর বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়ছেন রাজ্যের বিদায়ী মন্ত্রী তাপস রায়। বুধবার ছিল প্রচারের শেষদিন। তাই সকালে এলাকায় প্রচারণায় বের হয়েছিলেন অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে পার্ণো বলেন, ‘গত ২০ দিন ধরে প্রচুর জায়গায় আটকানো হয়েছে। গো ব্যাক, গো ব্যাক বলা হয়েছে। আমাদের ছেলেদের ধমকানো হয়েছে। আরএসি বাজারের কাছে ধরে ধরে মেরেছে। আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা হয়েছে। শুধুমাত্র কর্মীরা ছিল বলে গায়ে হাত দিতে পারেনি।’

উল্লেখ্য, এর আগেও বিজেপির দুই তারকা হামলার শিকার হয়েছেন। তারা হলেন রুদ্রনীল ঘোষ ও পায়েল সরকার।

রুদ্রনীলের প্রচারণায় তৃণমূল কর্মীর হামলার অভিযোগ উঠেছিল। অন্যদিকে পায়েল সরকারারে গাড়ি ভাঙচুর করা হয়।

সর্বশেষ সংবাদ

কপ-২৯ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮টা ৫...

এই বিভাগের অন্যান্য সংবাদ