আর্জেন্টিনায় তিন সপ্তাহের জন্য সান্ধ্য আইন জারির ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। পরপর দ্বিতীয় দিন করোনার সংক্রমণে রেকর্ড হওয়ার পর তিনি এমন ঘোষণা দিলেন।
এক বার্তায় ফার্নান্দেজ বলেন, শুক্রবার থেকে এ কারফিউ কার্যকর করা হবে এবং তা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মধ্যরাত থেকে প্রতিদিন ভোর ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। তিনি নিজে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেলফ আইসোলেশনে রয়েছেন।
প্রেসিডেন্ট বলেন, আর্জেন্টিনার সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ করে মধ্যাঞ্চলে এ কারফিউ কার্যকর করা হবে। পানশালা ও রেস্তোরাঁগুলো রাত ১১টার মধ্যে বন্ধ করতে হবে।
বুধবার সকালে আর্জেন্টিনার স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৩৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এর আগের দিন ২০ হাজার ৮৭০ জন এ ভাইরাসে সংক্রমতি হয়। এর ফলে পরপর দুদিন করোনা সংক্রমণের রেকর্ড সৃষ্টি হলো।
বুয়েন্স আয়ার্স মহানগরী এলাকায় সর্বশেষ ১৩ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে।
সূত্র: এএফপি