জাতীয় ক্রিকেট লিগে এবার বরিশাল বিভাগের হয়ে খেলছেন মোহাম্মদ আশরাফুল। তবে নিয়মিত করোনা পরীক্ষায় গত ২৭ তারিখ কোভিড পজিটিভ জানতে পারেন তিনি।
তাই স্বাভাবিক ভাবেই ম্যাচ খেলা নিয়ে শঙ্কায় পড়তে হয়েছে। কোভিড পজিটিভ হলেও আশরাফুল মানতে চাননি তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তাই ২৯ তারিখে ম্যাচ খেলতে মরিয়া অ্যাশ ২৮ তারিখে আবারও কোভিড পরীক্ষার জন্য নমুনা দেন।
সেটির রেজাল্ট দিতে দিতে ২৯ তারিখ দুপুর হয়ে যায়। ফলাফলও নেগেটিভ আসে। এদিন তার দলের স্কোর-বোর্ড দেখলে আফসোস করারই কথা আশরাফুলের। লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম ইনিংসে বরিশাল অল আউট হয়ে মাত্র ৮২ রানে।
সোমবার সন্ধ্যায় ফেসবুক পেজে ভিডিও বার্তায় আশরাফুল জানান, তিনি সুস্থ আছেন। পরের রাউন্ডে খেলতে অপেক্ষায় আছেন।
‘আলহামদুলিল্লাহ, আজকে একটু আগে জানতে পারি আমার করোনা নেগেটিভ এসেছে। ২৭ তারিখ পরীক্ষা করেছিলাম পজিটিভ আসে। তবে আমি শিওর ছিলাম, আমার কিছুই হয়নি। ২৮ তারিখ আবার করেছিলাম, ভেবেছিলাম কাল রাতেই তারা রেজাল্টটা দেবে। কিন্তু সেটা আজ দুপুর সাড়ে ১২টার সময় দেয়া। সেখানে আমি নেগেটিভ। কোভিডের ভ্যাকসিনটা দিয়েছিলাম ২১ এপ্রিল। এরপর একটা ম্যাচও খেললাম। ওয়েট করছিলাম এই লিগটার জন্য। পুরা সিজনটা ভালোমতো খেলার জন্য। আশা করি বাকি ম্যাচগুলো ভালো খেলতে পারব। সবাই দোয়া করবেন।’
প্রথম রাউন্ডে খুব একটা ভালো করতে পারেননি আশরাফুল। প্রথম ইনিংসে ৪৮ আর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১ রান।
করোনা পজিটিভের খবরে যদিও মিরপুরের একটি হোটেলে আইসোলেশনে ছিলেন তিনি। সোমবার সকালে বিকেএসপিতে চলে যান দলের সঙ্গে থেকে বাকি তিন রাউন্ডের জন্য প্রস্তুতি নেবেন বলে।