নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো পাকিস্তান

অবশ্যই পরুন

ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য নতুন এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র করেছে পাকিস্তান। শুক্রবার দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে সফলভাবে শাহিন-ওয়ানএ নামের এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, নতুন এই ক্ষেপণান্ত্রের পাল্লা নয় শ’ কিলোমিটার (৫৫০ মাইল)।

বিবৃতিতে বলা হয়, ‘এই পরীক্ষার মূল লক্ষ্য হলো ক্ষেপণাস্ত্রটির বিভিন্ন নকশা ও প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করে দেখা। এ ক্ষেপণাস্ত্রটি আধুনিক দিক-নির্দেশনা প্রযুক্তি অনুসারে নির্দিষ্ট স্থানে আঘাত হানতে পারে কি না তাও যাচাই করা হয়।’

প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন কর্মকর্তা, বিজ্ঞানী ও প্রকৌশলী এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা পরিদর্শন করেছেন।

প্রেসিডেন্ট আরিফ আলভি, প্রধানমন্ত্রী ইমরান খান ও দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হওয়ায় সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানান বলে বিবৃতিতে বলা হয়।

সূত্র : ইয়েনি শাফাক

সর্বশেষ সংবাদ

নিখোঁজের তিনদিন পর মিললো ইসরায়েলি ‘রাব্বি’র মরদেহ

সংযুক্ত আরব আমিরাতে নিখোঁজের তিনদিন পর উদ্ধার করা হয়েছে ইসরায়েলের রাব্বি (ইহুদি ধর্মগুরু) জভি কোগানের মরদেহ। রোববার (২৪ নভেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ