spot_img

তামিম-মিঠুনের দিকে তাকিয়ে ব্যাটিং কোচ

অবশ্যই পরুন

ডানেডিনে ব্যাটিং ব্যর্থতায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হতাশ করেছে বাংলাদেশ দল।  ১৩১ রানে অল আউট হয়েছে তামিমরা। এই বাজে ব্যাটিংয়ের অপবাদ থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ ক্রাইস্টচার্চে। তামিম-মিঠুনের ব্যাটে ভর করে ২৭১/৬ স্কোরে ব্যাটিং সামর্থের জানান দিয়েছে বাংলাদেশ দল।

৩টি সহজ ক্যাচ ড্রপ এবং বাজে ফিল্ডিংয়ে হাতছাড়া হয়েছে বাংলাদেশ দলের জয়। এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ হেরে গেছে বাংলাদেশ দল। শুক্রবার ওয়েলিংটনে সিরিজের শেষ ম্যাচ জিতে সান্ত্বনা পেতে চায় তামিমের দল।

নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে জয়ের কোন অতীত নেই বাংলাদেশ দলের। ১৫ ম্যাচের সব ক’টিতেই হেরেছে বাংলাদেশ। শেষ ম্যাচে হারলে আর একটি হোয়াইট ওয়াশের অপবাদ পেতে হবে বাংলাদেশ দলকে। এই অপবাদ থেকে বেরিয়ে আসতে প্রতিজ্ঞ বাংলাদেশ ।

ক্রাইস্টচার্চে মঙ্গলবার ডে-নাইট ওয়ানডে ম্যাচ খেলে বুধবার ওয়েলিংটনে এসেছে বাংলাদেশ দল। সেদিন জিম এবং সুইমিংয়ে কিছুক্ষণ কাটিয়ে বৃহস্পতিবার অনুশীলন করেছে বাংলাদেশ দল।

২০০১ সাল থেকে নিউজিল্যান্ডে সফর করছে বাংলাদেশ দল। তবে কখনো ওয়েলিংটনে খেলেনি ওয়ানডে। এই মাঠেই প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ।  টেস্ট ভেন্যু হিসেবে পরিচিত ওয়েলিংটনে ৩৮ মাস পর ফিরছে ওয়ানডে ক্রিকেটে। এই মাঠে সর্বশেষ তিনটি ওয়ানডে ম্যাচের সব ক’টিতেই এই ভেন্যুতে হেসেছে স্বাগতিক দল। অতীতে ওয়ানডে ম্যাচ হয়েছে ২৯টি। যার মধ্যে ১২টিতে জিতেছে স্বাগতিকরা,১১টিতে জিতেছে বিপক্ষ দল। এছাড়া ৪টি ম্যাচে নিরপেক্ষ দল জিতেছে এই মাঠে। ওয়েলিংটনে ওডিআই ম্যাচে সর্বোচ্চ স্কোর ৩১৫/৭। তবে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ২৫৪/৪।

তবে এসব অতীত নিয়ে নয়, তামিম-মিঠুনের ব্যাটিং ধারাবাহিকতার প্রত্যাশা করছেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জন লুইস। ক্রাইস্টচার্চে বাংলাদেশ দলের বড় স্কোরের ভিত্তিটা গড়ে দিয়েছেন তামিম,৭৮ রানের ইনিংসে। তামিমের এমন ব্যাটিং মুগ্ধ করেছে লুইসকে- ‘তামিম দলের অধিকাংশ খেলোয়াড়দের মধ্যে অভিজ্ঞ। সে ইনিংসের পরের ধাপের অর্ধেক ভিত গড়ে দিতে ভূমিকা পালন করছে।যখন তামিম এবং সৌম্য’র পার্টনারশিপ হয়েছে, তখন মোহাম্মদ মিঠুনকে রানের গতি বাড়াতে এবং ভালো একটা স্কোর এনে দেওয়ার ভিত্তি দিয়েছে।’

ক্রাইস্টচার্চে ৫৭ বলে ৭৩ রানের হার না মানা ইনিংসে মিঠুন খেলেছেন টি-২০ আমেজে। ১২৮.০৭ স্ট্রাইক রেটে করেছেন রান। মিঠুনের এমন ব্যাটিংয়ের প্রশংসা করেছেন ব্যাটিং কোচ জন লুইস-‘মিঠুন সত্যিই ব্যতিক্রমধর্মী একটা ইনিংস খেলেছে। সে যতটা সম্ভব বলের কাছে যাওয়ার চেষ্টা করেছে। সে শুধু অফ সাইডে চোখ রাখেনি,বিকল্প হিসেবে লেগ সাইডেও চোখ রেখেছে। যেখানে বল ঢাকা,চট্টগ্রামের চেয়ে স্ট্যাম্পের উপরে বেশি বাউন্স করে,সেখানে এমন ব্যাটিংই করা উচিৎ।’

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ