আত্মঘাতী গোলে পর্তুগালের জয়

অবশ্যই পরুন

ম্যাচটা নিজেদের মাঠেই খেলার কথা ছিল পর্তুগালের। করোনা পরিস্থিতির কারণে সেটা সরিয়ে নেওয়া হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর ঘরের মাঠ জুভেন্তাস স্টেডিয়ামে। তবে নিজ ঘরে গোল পাননি রোনালদো, পাননি তারকাখচিত দলের আর কেউ। তবে আজারবাইজানের আত্মঘাতী গোলের সুবাদে ঠিকই ১-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে শুভসূচনা করেছে দলটি।

ফিফা র‍্যাঙ্কিংয়ের পঞ্চম অবস্থানে আছে রোনালদোর দল। অন্য দিকে প্রতিপক্ষ আজারবাইজান ছিল তালিকার ১০৮তম অবস্থানে। এমন ম্যাচে যেমন অনুমান করা হয়েছিল, খেলাটা হয়েছে ঠিক তেমনই। প্রতিপক্ষ গোলমুখে কোচ ফার্নান্দো সান্তোসের শিষ্যরা শট করেছে ২৯টি, যার ১৪টি ছিল লক্ষ্যে। তবে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন আজারবাইজান গোলরক্ষক শাহরুদিন মোহাম্মদালিয়েভ। তার নৈপুণ্যেই মূলত কম ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে পেরেছে আজারবাইজান।

ম্যাচের দশ মিনিটে মিডফিল্ডার রুবেন নেভেস আর জোয়াও ক্যানসেলোর জোরালো শট ঠেকান শাহরুদিন। সে চেষ্টাটা ছিল ৩৬ মিনিটেও। নেভেসের ক্রস ফিরিয়ে দিয়েছিলেন আজারবাইজান গোলরক্ষক, কিন্তু পাশে থাকা ডিফেন্ডার মেদভেদেভের গায়ে লেগে তা জড়িয়ে যায় জালে।

বিরতির পরও খেলাটা হয়েছে শাহরুদিন আর পর্তুগাল আক্রমণের মধ্যেই। ৬৭ মিনিটে বের্নার্দো সিলভার শট ঠেকান তিনি, এর কিছুক্ষণ পরই ব্রুনো ফের্নান্দেজের আগুনে শট বেরিয়ে যায় তার আঙুল ছুঁয়ে। এরপর রোনালদো-জোয়াও ফেলিক্সদেরও হতাশায় পুড়িয়েছেন আজারবাইজান গোলরক্ষক। ফলে পর্তুগালের জয়ের ব্যবধানটা থাকে এক গোলেই। নিজেদের পরবর্তী ম্যাচে আগামী শনিবার সার্বিয়ার আতিথ্য নেবেন রোনালদোরা।

সর্বশেষ সংবাদ

প্রথমবারের মতো সচিব পদমর্যাদায় শিল্পকলা একাডেমিতে মহাপরিচালক নিয়োগ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে প্রথমবারের মতো সরকারের সচিব পদমর্যাদায় নাট্যকার ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদ নিয়োগ পেয়েছেন। গত...

এই বিভাগের অন্যান্য সংবাদ