spot_img

জটিলতা কাটিয়ে সেন্সরে মৌসুমীর সিনেমা

অবশ্যই পরুন

২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় রানার্স আপ নির্বাচিত হওয়ার পরই ‘না মানুষ’ চলচ্চিত্রে নাম লেখান মৌসুমী হামিদ। এটি তার প্রথম চলচ্চিত্র।

২০১১-১২ অর্থ বছরে সরকারি অনুদানের ‘হাডসনের বন্দুক’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন তিনি। ২০১৪ সালে এ সিনেমার নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো এতদিন পরেও সিনেমাটি আলোর মুখ দেখেনি। নানা জটিলতা কাটিয়ে প্রায় ৭ বছর পর সম্প্রতি সেন্সর বোর্ডে জমা পড়েছে সিনেমাটি। এ তথ্য নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের একটি সূত্র।

‘হাডসনের বন্দুক’ পরিচালনা করেছেন প্রশান্ত অধিকারী। সিলেটের জাফলং, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ঢাকার উত্তরা, ধানমন্ডি’সহ বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণের কাজ হয়েছে। মৌসুমী হামিদ ছাড়াও এতে অভিনয় করেছেন লুৎফুর রহমান জর্জ, অন্তু করিম প্রমুখ।

সর্বশেষ সংবাদ

বিচার বিভাগ সংস্কারে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাজ্য: সারাহ কুক

বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ