চাঁদপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

অবশ্যই পরুন

চাঁদপুরে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোবারক হোসেন (২০) নামে এক যুবক খুন হয়েছেন।

শুক্রবার (১৯ মার্চ) রাতে জেলার হাইমচর উপজেলার বাংলাবাজার এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

এই ঘটনায় আরও দুজন মারাত্মকভাবে আহত হন। আহতদের চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা কিছুটা শঙ্কামুক্ত। উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামের কৃষক গনী গাজীর চার সন্তানের মধ্যে নিহত মোবারক হোসেন ছিলেন দ্বিতীয়। রাজধানী ঢাকার একটি জুতার দোকানের কর্মচারী ছিলেন তিনি।

পুলিশ জানিয়েছে, পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার সকালে রাজন ও মোহন নামে দুই ভাই ইমরান নামে একজনকে মারধর করে। সেই ঘটনার কারণ জানতে রাতে তিন বন্ধু মোবারক হোসেন (২০), মইন খান (২১) ও মহিন ভূঁইয়া (২২) মিলে এলাকার মিজান বাবুর্চির ছেলে রাজন (২০) ও মোহনের (১৮) কাছে যায়। এসময় তাদের সঙ্গে যোগ দেন আরও দুই ভাই আলমগীর (২২) ও সোলাইমান (২০)।

একপর্যায়ে তারা মোবারক হোসেন, মইন খান ও মহিন ভূঁইয়ার ওপর চাকু নিয়ে হামলা চালায়। এতে এই তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মোবারক হোসেনকে মৃত ঘোষণা করেন।

 

 

এদিকে, আহতদের হাসপাতালে নিয়ে আসার পর তাদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানান, জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল। তিনি জানান, ধারাল অস্ত্রের আঘাতের নিহতের শ্বাসনালি কেটে গেছে। এছাড়া অন্য দুজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

এই ঘটনার জন্য দায়ী যুবকদের চিহ্নিত করে তাদের আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তিনি বলেন, পূর্ব বিরোধের জের ধরে এই হামলা ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রাথমিকভাবে হামলায় চারজনের নাম পাওয়া গেছে। এদের মধ্যে রাতেই সোলাইমান একজনকে হাইমচর থানা পুলিশ আটক করেছে

অন্যদিকে, শুক্রবার রাতে নিহতের লাশ হাসপাতালের নিচতলায় পড়ে থাকতে দেখা গেছে। এর মধ্যে পুলিশ নিহতের সুরতহাল তৈরি করেছে। তবে এখনো কোনো মামলা হয়নি।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে এলেন আইসিসির প্রধান কৌঁসুলি

চার দিনের সফরে আজ সোমবার (২৫ নভেম্বর) সকালে ঢাকায় এসেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ