আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ্যাড. জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি কোন মুখে গণতন্ত্রের কথা বলে? যে দলটির উৎপত্তি হলো মার্শাল ‘লর আঁতুড়ঘরে’। মিলিটারি ডিক্টেটর (সামরিক একনায়ক) জিয়াউর রহমান অবৈধ ক্ষমতা দখল করে সে ক্ষমতা ধরে রাখতে সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যসহ হাজার হাজার রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষকে হত্যা করেছিল। শুধু তাই নয়, বিএনপি ১৫ ও ২১ আগস্টসহ সব রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। অথচ সে দলের নেতাদের মুখে যখন গণতন্ত্রের কথা শুনি, তখনই হাসি পায়।
আজ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির নেতাদের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত করে নানক বলেন, দেশের রাজনীতিতে হত্যা, সন্ত্রাস, ষড়যন্ত্র আর সাম্প্রদায়িকতার বিস্তার তাদের হাত ধরেই হয়েছে। এখনও তারা সেই অপচেষ্টা অব্যাহত রেখেছে। খুনিরা তাদের ষড়যন্ত্রের জাল এখনো ছড়িয়ে রেখেছে। দেশে-বিদেশে এখনো ষড়যন্ত্র চলছে। বিতরে বিতরে তারা প্রস্তুতি নিচ্ছে। কিছুদিন আগে রাজশাহীর সমাবেশে বিএনপির নেতা মিনুর দেওয়া বক্তব্যে তা আবারও প্রমাণ হয়েছে।
আওয়ামী লীগের এ নেতা বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক এগিয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশ ইতোমধ্যেই স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বিএনপির আমলে দেশে কি উন্নতি হয়েছে তা এদেশের মানুষ দেখেছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৩ বছরে যে উন্নয়ন হয়েছে তাও এ দেশের মানুষ দেখছে। মানুষ এখন অপ্রপচারে কান না দিয়ে উন্নয়ন বিশ্বস করে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে ছিল। আমাদের কয়েক হাজার নেতাকর্মী করোনায় আক্রান্ত হয়েছিল, অনেকে মৃত্যুবরণ করেছেন। অথচ যারা রাজপথে সরকারের সমালোচানয় মুখর ছিল, দেশের মানুষের পাশে তারা ছিল না। এই হলো বিএনপি।