ছয় ছক্কার স্মৃতি ভুলে দুর্দান্ত জয় শ্রীলঙ্কার

অবশ্যই পরুন

এক ওভারে ছয় ছক্কা খাওয়ার স্মৃতি এখনো তরতাজাই থাকার কথা আকিলা ধনাঞ্জায়ার। তিনি চার ওভার হাত ঘুরিয়ে দিলেন ১৩ রান, নিলেন এক উইকেট। দুই স্পিনার ডি সিলভা ও লাকসান সান্দাকান পেলেন তিনটি করে উইকেট। তার আগে ব্যাট হাতে ফিফটি হাঁকালেন ধানুস্কা গুনাতিলাকা। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রানের বড় জয় পায় শ্রীলঙ্কা।

শনিবার অ্যান্টিগায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে এই ম্যাচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলা ম্যাথিউস। ইনিংস উদ্বোধনে এসে তাদের দারুণ শুরু এনে দেন দুই ওপেনার গুনাতিলাকা ও পাথুম নিশানকা।

উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৯৫ রান। ৪ চার ও ১ ছক্কায় ২৩ বলে ৩৭ রান করে নিশানকা রান আউটে কাটা পড়লে ভাঙে এই জুটি। দলীয় সংগ্রহে এক রান বাড়তেই ফিরে যান আরেক ওপেনার গুনাতিলাকাও। তিনি আউট হন ব্রাভোর বলে, ৪ চার ও ২ ছক্কায় ৪২ বলে ৫৬ রান করে।

এরপর কেবলই ছন্দপতন। কোনো ব্যাটসম্যানই উইকেটে থিতু হতে পারেননি। শেষে এসে ডি সিলভার ১১ বলে ১৯ রানের ইনিংসে সংগ্রহটা বড় হয় লঙ্কানদের। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা তুলে ১৬০ রান। উইন্ডিজদের পক্ষে চার ওভার বল করে ২৫ রান দিয়ে দুই উইকেট পান ডোয়াইন ব্রাভো।

জবাব দিতে নেমে শুরু থেকেই ছন্দহীন ছিল ক্যারিবীয়ানরা। নিয়মিত উইকেট হারানোয় গড়ে উঠেনি কোনো জুটি। ৭ বলে ২৩ রান করা দশ নম্বরে খেলতে নামা ওবাড মুকোই তাদের সর্বোচ্চ রান সংগ্রাহক। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে ওপেনার লেন্ডল সেমন্সের ব্যাট থেকে।

শেষ পর্যন্ত আট বল বাকি থাকতেই ১১৭ রানে অলআউট হয় স্বাগতিকরা। ম্যাচ হারে ৪৩ রানে। লঙ্কানদের পক্ষে ডি সিলভা ৪ ওভারে ১৭ রান দিয়ে তিন উইকেট ও সান্দাকান ৩ ওভার ৪ বলে ১০ রান দিয়ে পান তিন উইকেট।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ