মিয়ানমারে রেলশ্রমিকদের বিক্ষোভে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ট্রেন চলাচল বন্ধ করে বিক্ষোভ করছিলেন রেলশ্রমিকরা। এসময় অনেকগুলো গুলির শব্দ হয়। এক শ্রমিকের পায়ে রাবার বুলেট লেগেছে বলেও জানায় স্থানীয়রা।
এদিকে, ইয়াঙ্গুনে লাখো মানুষের বিক্ষোভে শহরজুড়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বুধবার সাধারণ বিক্ষোভকারীদের সঙ্গে রাজপথে নামেন শিক্ষার্থী, তারকা, গাড়ি চালক। গ্যাস স্টেশন বন্ধ করে দেন মালিকরা।
নতুন করে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতিও প্রত্যাখ্যান করে দিয়েছেন বিক্ষোভকারীরা।