আইপিএলের নিলামে সাকিবদের না নিতে সতর্কবার্তা

অবশ্যই পরুন

বৃহস্পতিবার বেলা ৩টায় চেন্নাইয়ের গ্র্যান্ড চোলা হোটেলে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। ইতোমধ্যে এই নিলাম অনুষ্ঠানের জন্য প্লেয়ার্স ড্রাফটে বিদেশি ২৮৩ জন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল।

যে তালিকায় আছেন বাংলাদেশের ৪ ক্রিকেটার-অলরাউন্ডার সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ,  মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। এই চার ক্রিকেটারের মধ্যে নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে আছেন সাকিব।

তার সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি। মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য সেখানে এক কোটি রুপি।মাহমুদুল্লাহর বেস প্রাইস রাখা হয়েছে ৭৫ লাখ রুপি, সাইফুদ্দিন আছেন ৫০ লাখ রুপি ক্যাটাগরিতে। আইপিএল-এর নিলাম অনুষ্ঠানের দিকে যখন চোখ বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের,তখন বাংলাদেশ ক্রিকেটারদের না কিনতে ফ্রাঞ্চাইজিদের বার্তা দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ( বিসিসিআই)।

আইপিএলের চতুর্দশ সংস্করনের খেলা অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল থেকে ৬ জুন। আইপিএলের সময়ে শ্লট ফাঁকা নেই বাংলাদেশের। এপ্রিলে ২ টেস্ট ম্যাচের সিরিজ খেলতে শ্রীলংকা সফর এবং মে মাসে শ্রীলংকার বিপক্ষে হোমে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ অপেক্ষা করছে বাংলাদেশ দলের।

সে কারণেই বাংলাদেশের ক্রিকেটারদের নিলামে কিনতে ফ্রাঞ্চাইজিদের সতর্কবার্তা দিয়েছে বিসিসিআই। ক্রিকেটের ওয়েবসাইট ক্রিকবাজ এই রিপোর্টই করেছে। ফ্রাঞ্চাইজিদেরকে দেয়া চিঠিতে লেখা হয়েছে- ‘বাংলাদেশের কোন ক্রিকেটার যদি নির্বাচিত হন, তাহলে তার সার্ভিস ২৯ মে-এর পর পাওয়া যাবে না। তাছাড়া আইপিএল চলাকালে যদি তাদের অন্য সিরিজ হয়,তাহলে ওই ক্রিকেটার চলে যাবে।’

শুধু বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রেই নয়, প্লেয়ার্স ড্রাফটে থাকা শ্রীলংকার ৬ ক্রিকেটারের ব্যাপারেও ফ্রাঞ্চাইজিদের সতর্ক সংকেত দিয়েছে বিসিসিআই।

২০১১ থেকে আইপিএলে নিয়মিত সাকিব নিষেধাজ্ঞার কারণে সর্বশেষ আসরে (২০২০) খেলতে পারেননি। নিষেধাজ্ঞা থেকে মুক্ত সাকিব ফিরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন। ফলে আইপিএল ফ্রাঞ্চাইজিদের আগ্রহের কেন্দ্রে সাকিব। ইতোমধ্যে তাকে পেতে ৩টি ফ্রাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেছে। তবে বিসিসিআই-এর পক্ষ থেকে যে সতর্কবার্তা দেয়া হয়েছে,তাতে নিলামে সাকিব-মোস্তাফিজ,মাহমুদউল্লাহ, সাইফউদ্দিনকে নিয়ে আগ্রহ না দেখানোরই কথা ফ্রাঞ্চাইজিদের।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ